মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ: কীভাবে দেখা যাবে রেজাল্ট? WBBSE Madhyamik Result 2020

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ: কীভাবে দেখা যাবে রেজাল্ট? WBBSE Madhyamik Result 2020

 

কলকাতা: আজ, বুধবার প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল৷ ফল প্রকাশ হলেও পরীক্ষার্থীরা এখনই মার্কশিট পাবেন না৷ তা অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে৷ আগামী ৩১ জুলাই মার্কশিট স্কুলে পৌঁছে যাবে৷

মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে মার্কশিট তুলে দেওয়া না হলেও অভিভাবকরা হাতে তা তুলে দেওয়া হবে৷ তবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড দেখিয়ে তা স্কুল থেকে সংগ্রহ করা যাবে৷ আজ, সকাল সাড়ে ১০টা থেকে বিষয়ভিত্তিক ফলাফল জানতে পরবেন পরীক্ষার্থীরা৷ প্রকাশিত হবে মেধা তালিকা৷

কীভাবে মাধ্যমিক পরীক্ষা ফল দেখা যাবে? প্রথমে মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে wbbse.org যেতে হবে৷ যান। WBBSE class 10 results লিঙ্কে ক্লিক করার পর নিজের রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে Submit করলেই স্ক্রিনে চলে আসবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল৷ ফলাফল ডাউনলোড করা যাবে ধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে থেকে৷  

এবছর ১৮ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা৷ ২৭ ফেব্রুয়ারি শেষ হয়েছিল পরীক্ষা৷ এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন৷ রাজ্যের মোট ২ হাজার ৮৩৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − three =