কোন ফর্মুলায় মাধ্যমিকের মার্কশিট? জানাল পর্ষদ

কোন ফর্মুলায় মাধ্যমিকের মার্কশিট? জানাল পর্ষদ

কলকাতা: করোনা পরিস্থিতিতে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে পারল না ১৩ লক্ষ পড়ুয়া৷ কী ভাবে তাদের মূল্যায়ন হবে তা নিয়ে ছাত্রছাত্রীরা তো বটেই, চিন্তায় পড়েছিলেন অভিভাবকরাও৷ শুক্রবার যৌথ সাংবাদিক বৈঠকে এই বিষয়টি স্পষ্ট করে দিল মধ্যশিক্ষা পর্ষদ৷ 

আরও পড়ুন- বাতিল হওয়া উচ্চমাধ্যমিকের মূল্যায়ন কোন পথে, বিস্তারিত জানাল সংসদ

মাধ্যমিকের ক্ষেত্রে বলা হয়েছে, ২০১৯ সালে নবম শ্রেণির পরীক্ষা দিয়ে যে সকল পড়ুয়া দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিল, তারাই ২০২১-এর মাধ্যমিক পরীক্ষার্থী৷ নবম শ্রেণির পরীক্ষায় তারা শেষ অবতীর্ণ হয়েছিল৷ সেই মার্কশিট স্কুলগুলির কাছে রয়েছে৷ এছাড়াও ২০২০ সালে দশম শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বরও স্কুলগুলি পর্ষদের কাছে জমা দিয়েছে৷ নবম শ্রেণির মার্কশিট ও দশম শ্রেণির ইন্টারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্টের নম্বরও ভিত্তিতেই এই বছর মাধ্যমিক পরীক্ষার মার্কশিট তৈরি করা হবে৷ ৫০-৫০ শতাংশ হারে দুটি নম্বর ভাগ করা হবে৷ তবে এই মার্কশিটে কোনও পরীক্ষার্থী সন্তুষ্ট না হলে তারা পরীক্ষায় বসার সুযোগ পাবে৷ রাজ্যে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিত তৈরি হওয়ার পরেই সেই পরীক্ষা নেওয়া হবে৷ সেক্ষেত্রে ওই পরীক্ষার ফলই চরম বলে গৃহীত হবে৷  


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − twelve =