বদলে গেল মাধ্যমিকের মেধাতালিকা, রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশ পর্ষদের

বদলে গেল মাধ্যমিকের মেধাতালিকা, রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশ পর্ষদের

 কলকাতা:  মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশ হতেই বদলে গেল মেধা তালিকা৷ মেধা তালিকায় প্রথম ১০ থাকা ৮৪ জনের পরীক্ষার্থী সংখ্যা এক লাফে বেশ খানিকটা বেড়ে গিয়েছে৷ উত্তরপত্র রিভিউ ও স্ক্রুটিনির এরপর নম্বর বেড়ে গিয়েছে বহু পরীক্ষার্থীর৷

আজ দুপুরে মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ৷ তাৎপর্যপূর্ণভাবে দেখা গিয়েছে, মাধ্যমিকে আগে যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল, রিভিউ ও স্ক্রুটিনির পর তা বদলে গিয়েছে৷ ঘটে গিয়েছে অদল বদল৷ প্রথম ৮৪ জনের নাম ছিল মেধাতালিকা৷ রিভিউ ও স্ক্রুটিনির পর তা বেড়ে দাঁড়িয়েছে ৯১-এ৷ নতুন করে ৭ জন পরীক্ষার্থী প্রথম দেশে নিজেদের জায়গা করে নিয়েছে৷ মালদহ জেলা  থেকে তিন জন পরীক্ষার্থী, কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া,  জলপাইগুড়ি জেলা থেকে একজন করে পরীক্ষার্থী নতুন করে মাধা তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করিয়েছে৷

এই বছর ২৮ হাজার ৯১২ জন পরীক্ষার্থী  রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন করেছেন৷ ৮৭ হাজার ৬০০ টি বিষয়ে আবেদনপত্র জমা পড়ে মধ্যশিক্ষা পর্ষদের ঘরে৷ উত্তরপত্র রিভিউ করে ২৩ শতাংশ আবেদনকারীর নম্বর বেড়ে গিয়েছে৷ স্ক্রুটিনির পর প্রায় ২৪ শতাংশ পরীক্ষার্থীর নম্বর বের হয়ে গিয়েছে৷ আর তাতেই মেধা তালিকায় বিরাট পরিবর্তন ঘটে গিয়েছে৷ মেধাতালিকায় বাইরে থাকা বহু প্রার্থী  প্রথম দশে স্থান করে নিয়েছে৷ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, নভেম্বরের ৩ তারিখ থেকে পরিবর্তিত মার্কশিট পাঠিয়ে দেওয়ার কাজ শুরু হবে৷ পর্ষদের ওয়েবসাইটে ফলফল দেখা যাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =