Aajbikel

ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং নয়! ‘ফার্স্ট বয়’ শুভ্রাংশু চায় অর্থনীতি নিয়ে পড়তে, খুশি শিক্ষাবিদেরা

 | 
শুভ্রাংশু

কলকাতা:  সাধারণত মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের মুখে শোনা যায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নের কথা৷ তবে সেই স্রোতে গা ভাসাতে নারাজ ২০২৩-এর উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী শুভ্রাংশু সর্দার৷ আইএএস বা আইপিএসের মতো সেরা সরকারি চাকরির প্রতি আকর্ষণও নেই তাঁর। বরং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এই ছাত্র চান ভবিষ্যতে অর্থনীতির গবেষক হতে৷ স্নাতক স্তরে অর্থনীতি নিয়ে পড়ার ইচ্ছা তাঁর৷ 


হালফিলে উচ্চ মাধ্যমিকের কৃতিদের তুলনায় শুভ্রাংশু নিশ্চিতভাবেই ব্যতিক্রমী৷ শিক্ষাবিদদের একাংশের মতে, চাকরি তথা জীবিকামুখী শিক্ষার গতানুগতিক স্রোতে গা না ভাসিয়ে পণ্ডিত হওয়ার এমন বাসনা কমই দেখা যায়। তা-ও আবার পদার্থবিদ্যা বা রাশিবিজ্ঞানের মত বিষয়ে নয়, অর্থনীতিতে! ডাক্তারি-ইঞ্জিনিয়ারিংয়ের মতো পেশাদারি পাঠ্যক্রম ছেড়ে কৃতি ছাত্রছাত্রীরা অর্থনীতির মতো একাধারে ফলিত ও গবেষণাধর্মী বিষয় নিয়ে পড়ার আগ্রহ দেখালে তা রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রের উপকারী বলেই মনে করছেন তাঁরা।


প্রসঙ্গত, প্রায় সাড়ে চার দশক আগে ১৯৭৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা দীপঙ্কর ভট্টাচার্য পড়াশোনার বিষয় হিসাবে বেছে নিয়েছিলেন অর্থনীতিকে। বর্তমানে তিনি সিপিআই-এমএল (লিবারেশন) সংগঠনের সাধারণ সম্পাদক৷ জানা গিয়েছে, উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু অর্থনীতির গবেষক হতে চান শুনে বেশ প্রীত হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও৷ তাঁর এই সিদ্ধান্তে খুশি শিক্ষাবিদেরাও৷ 

Around The Web

Trending News

You May like