আমদানি-রপ্তানি ব্যবসা করতে চান? থাকছে ডিপ্লোমা কোর্সের সুযোগ

কলকাতা: ইনস্টিটিউট অব রেল ট্রান্সপোর্ট ডিসট্যান্স এডুকেশন কোর্স হিসাবে পড়াচ্ছে ট্রান্সপোর্ট ইকনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্স। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০১৯। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করা যাবে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী বা সেনাবাহিনীর কর্মীদের তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলে ভর্তির

আমদানি-রপ্তানি ব্যবসা করতে চান? থাকছে ডিপ্লোমা কোর্সের সুযোগ

কলকাতা: ইনস্টিটিউট অব রেল ট্রান্সপোর্ট ডিসট্যান্স এডুকেশন কোর্স হিসাবে পড়াচ্ছে ট্রান্সপোর্ট ইকনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্স। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০১৯।

এই কোর্সে ভর্তি হওয়ার জন্য ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করা যাবে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী বা সেনাবাহিনীর কর্মীদের তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, সেকেন্দ্রাবাদ, লখনউ, গুয়াহাটি ও ভুবনেশ্বরে পরীক্ষা কেন্দ্র থাকছে।

হাতে হাতে ফর্ম পাওয়া যাবে আবার অনলাইনেও আবেদন করা যাবে। যোগাযোগ করতে হবে৷ IRT Library & Study Centre, Dy. C. Engg/ Bridge Line Office, Near Tilak Bridge Railway Station and Railway Police Post, Mahawal Khan Road, New Delhi – 110 022, IRT Office, C/O General Manager Office, Rail Station, South Block, Chandrashakharpur, Bhubaneswar, Odisha – 17. বিস্তারিত জানতে দেখুন www.irtindianrailways.gov.in-এই ওয়েবসাইট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + twenty =