প্রাথমিকে শিক্ষক হতে চান? যোগ্যতা ও পরীক্ষার পদ্ধতি জানুন বিস্তারিত

আজ বিকেল: প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেটের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার? কোন কোর্সে কত শতাংশ নম্বর থাকা দরকার? পরীক্ষার পদ্ধতি কী? শিক্ষক জীবনের স্বপ্ন পূরণের জন্য ঠিক কীভাবে এগোতে হবে? তার বিস্তারিত প্রতিবেদন পেশ করা হল আজ বিকেল ডট কমে৷ প্রাইমারি টেট এর জন্য নিচের যেকোনো একটি যোগ্যতা থাকলে আবেদনের যোগ্য মোট অন্তত

প্রাথমিকে শিক্ষক হতে চান? যোগ্যতা ও পরীক্ষার পদ্ধতি জানুন বিস্তারিত

আজ বিকেল: প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেটের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার? কোন কোর্সে কত শতাংশ নম্বর থাকা দরকার? পরীক্ষার পদ্ধতি কী? শিক্ষক জীবনের স্বপ্ন পূরণের জন্য ঠিক কীভাবে এগোতে হবে? তার বিস্তারিত প্রতিবেদন পেশ করা হল আজ বিকেল ডট কমে৷

প্রাইমারি টেট এর জন্য নিচের যেকোনো একটি যোগ্যতা থাকলে আবেদনের যোগ্য মোট অন্তত ৫০% ( সংরক্ষিত ক্যাটাগরি হলে ৪৫%) নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা এলিমেন্টরি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা (ডি এল এড) কোর্স পাশ হলে/ ব্যাচেলর অফ এলিমেন্টরি এডুকেশন (বি এল এড) এর ৪ বছরের কোর্স পাশ হলে/ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন এডুকেশন এর কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।

যেকোনো শাখার গ্র্যাজুয়েটরা এলিমেন্টরি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা (ডি এল এড) পাশ হলেও যোগ্য। সব ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। প্রার্থী বাছাই করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট এর মাধ্যমে। ১৫০ নম্বরের এই টেস্টে থাকবে ৫ টি বিষয়- ১) শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন-৩০ নম্বর, ২) প্রথম ভাষা- ৩০ নম্বর, ৩) দ্বিতীয় ভাষা (ইংরেজি)-৩০ নম্বর, ৪) অঙ্ক-৩০ নম্বর, ৫) পরিবেশ জ্ঞান- ৩০নম্বর। প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের। প্রতিটি পস্নে থাকবে ১ নম্বর। নেগেটিভ মারকিং নেই এই টেট পরীক্ষায় ৬০% (তপসিলি, প্রতিবন্ধী, ওবিসি ও এক্সেমটেড ক্যাটাগরি হলে ৫৫%) নম্বর পেলে সফল হবেন।

আপার প্রাইমারি টেট এর জন্য:  পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের বেলায়  মোট অন্তত ৫০% ( সংরক্ষিত ক্যাটাগরি হলে ৪৫%) যেকোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা বি.এড/ এলিমেন্টরি এডুকেশনে ডিপ্লোমা/ ডি এল এড/ বি এড কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট এর মাধ্যমে। মোট দেড় ঘণ্টার ১৫০ নম্বরের লিখিত পরীক্ষার অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে- ১) চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগগি- ৩০ টি ৩০ টি প্রশ্ন ( প্রশ্ন হবে কম্প্রিহেনশন বিষয়ে)। ২)প্রথম ভাষা পেপার-৩০ নম্বরের ৩০ টি প্রশ্ন (প্রশ্ন হবে কম্প্রিহেনশন বিষয়ে)।  ৩) দ্বিতীয় ভাষা পেপার পেপার-৩০ নম্বরের ৩০ টি প্রশ্ন (প্রশ্ন হবে কম্প্রিহেনশন বিষয়ে)। ৪)১. এছাড়াও অঙ্ক ও বিজ্ঞান বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের বেলায় দিতে হবে অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে ৬০ নম্বরের ৬০ টি প্রশ্নের পরীক্ষা। ৪)২. সোশ্যাল স্টাডিজ বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে পরীক্ষা দিতে হবে ৬০ নম্বরের ৬০ টি প্রশ্নের পরীক্ষা। কমার্স শাখার গ্র্যাজুয়েট বা অন্ন শাখার গ্র্যাজুয়েটরা প্রথম ৩ টি বিষয় ছাড়াও ৪)১ বা ৪)২ এর মধ্যে যে কোন একটি বিষয়ের পরীক্ষা দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =