কেন্দ্র-রাজ্যের বিপরীত পথে হেঁটে দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষার সিদ্ধান্ত বিশ্বভারতীর

কেন্দ্র-রাজ্যের বিপরীত পথে হেঁটে দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষার সিদ্ধান্ত বিশ্বভারতীর

বোলপুর:  করোনা আবহে দশম ও দ্বাদশের পরীক্ষা বাতিল করেছে দুই দিল্লি বোর্ড৷ বাতিল হয়ে গিয়েছে রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক৷ এই পরিস্থিতিতে দশম ও দ্বাদশের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়৷ বুধবার বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে৷ কেন্দ্র ও রাজ্য সরকারের সিদ্ধান্তের বিপরীতে হেঁটে বিশ্বভারতীর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পড়ুয়াদের একাংশ৷ 

আরও পড়ুন- পাঠ্যক্রমের ৪০% অনলাইনে UGC-র প্রস্তাবে আপত্তি অধ্যাপকদের

বিশ্বভারতীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে লিখিত পরীক্ষা নেওয়া হবে না৷ এর বদলে অনলাইনে মৌখিক পরীক্ষা নেওয়া হবে ৷ ৫ জুলাই থেকে শুরু হবে  পাঠভবন এবং শিক্ষা-সত্রের প্রি-ডিগ্রি পরীক্ষা৷ বিশ্বভারতীর পড়ুয়াদের কাছে দশম ও দ্বাদশ মানের এই পরীক্ষা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের সমতুল্য৷ বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে, জুম , হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও মাধ্যমে এই মোখিক পরীক্ষা নেওয়া হবে৷ এই পরীক্ষার ভিত্তিতেই পড়ুয়াদের নম্বর দেওয়া হবে৷ পরীক্ষার ক্ষেত্রে কী কী নিয়ম মানা হবে, সে বিষয়ে শীঘ্রই জানানো হবে৷  

সোমবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন, মাধ্যমিক পরীক্ষা বাতিলের পক্ষে মত দিয়েছে ৭৯ শতাংশ মানুষ৷ আর উচ্চমাধ্যমিক বাতিলের পক্ষে ৮৪ শতাংশ৷ এরই মধ্যে ৭ জুন প্রি ডিগ্রি পরীক্ষা বাতিলের দাবি জানান বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ৷ তাঁদের বক্তব্য, করোনা পরিস্থিতিতে তাঁদের প্রস্তুতি ঠিক মতো হয়নি৷ কিন্তু সব কিছু উপেক্ষা করেই বুধবার পরীক্ষা ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *