বিদ্যাসাগরের ‘সহজ পাঠ’ ছোট থেকেই পড়েছেন দিলীপ ঘোষ! নেট বিশ্বে নয়া খোরাক

কলকাতা: ভোট বড় বালাই! ভোট পেতে কত কিছুই না করতে হয় নেতাদের৷ ভোট বলে কথা৷ করিয়ারও বটে৷ পেশা বাঁচাতে পাঁচ বছর অন্তর একটু দৌড়ঝাপ হয়, হোক না৷ আর তাতে যদি ইতিহসা-ভূগোল-সাধারণজ্ঞান মিলেমিশে ‘পাতিহাঁস’ হয়, তাতে ক্ষতি কি৷ নেতা বলে কথা৷ আর এর নেতার কথা না শুনলে যে পেচটের ভাত হজম হবেন না! সেই তিনি ভুল

বিদ্যাসাগরের ‘সহজ পাঠ’ ছোট থেকেই পড়েছেন দিলীপ ঘোষ! নেট বিশ্বে নয়া খোরাক

কলকাতা: ভোট বড় বালাই! ভোট পেতে কত কিছুই না করতে হয় নেতাদের৷ ভোট বলে কথা৷ করিয়ারও বটে৷ পেশা বাঁচাতে পাঁচ বছর অন্তর একটু দৌড়ঝাপ হয়, হোক না৷ আর তাতে যদি ইতিহসা-ভূগোল-সাধারণজ্ঞান মিলেমিশে ‘পাতিহাঁস’ হয়, তাতে ক্ষতি কি৷ নেতা বলে কথা৷ আর এর নেতার কথা না শুনলে যে পেচটের ভাত হজম হবেন না! সেই তিনি ভুল বলুন, আর ঠিক৷ চর্চা যে হবে৷ আর তাই হল৷ সৌজন্যে, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

সেই পরম্পরায় মমতা বন্দ্যোপাধ্যায় অগেই নাম লিখিয়েছেন৷ সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভায় বলেছিলেন, সীতা রামচন্দ্রের মা৷ নরেন্দ্র মোদি বলেছিলেন, ১৯৮৮ সালে ডিজিটাল ক্যামেরা ও মেল ব্যাবহারের কথা৷ এবার সেই তালিকাতেই সংযোজিত হল দিলীপ ঘোষের নাম৷ সম্পতি, দিলীপ ঘোষ দাবি করেছেন, সহজ পাঠ বিদ্যাসাগরের লেখা! মূর্তি ভাঙার দায় তৃণমূলের উপর চাপিয়ে দিলীপ ঘোষ বলেন বলেন, ‘‘নিজেরা মূর্তি ভেঙে নিজেরাই কান্নাকাটি করছে তৃণমূল৷ যার জন্য বিদ্যাসাগর বিখ্যাত,  সহজ পাঠ৷ আমরা ছোটবেলা থেকেই পড়েছি৷ কিন্তু সিপিএম তা স্কুল থেকে সরানোর পর কি তৃণমূল তা আবার চালু করেছে?’’

প্রকৃতপ্রস্তাবে রবীন্দ্রনাথের লেখা ‘সহজ পাঠ’ ১ম ও ২য় ভাগ প্রথম প্রকাশিত হয় শান্তিনিকেতনে ১৩৩৭ বঙ্গাব্দের বৈশাখ মাসে৷ বইয়ের প্রচ্ছদ ও অলংকরণের দায়িত্বে ছিলেন শিল্পাচার্য নন্দলাল বসু৷ এর প্রায় ৩৯ বছর আগে বিদ্যাসাগর প্রয়াত হন৷ স্বাভাবিক ভাবেই দিলীপের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 8 =