এই নথি না থাকলে বসা যাবে না UPSC পরীক্ষায়, বিতর্কের মঝে নয়া নিয়ম আনল কেন্দ্র

নয়াদিল্লি: পূজা খেড়কর কাণ্ডে মুখ পুড়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর৷ প্রশ্নের মুখে পড়তে হয়েছে দেশের সবথেকে বড় ও কঠিনতম পরীক্ষা আয়োজককে। সেই থেকে শিক্ষা…

নয়াদিল্লি: পূজা খেড়কর কাণ্ডে মুখ পুড়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর৷ প্রশ্নের মুখে পড়তে হয়েছে দেশের সবথেকে বড় ও কঠিনতম পরীক্ষা আয়োজককে। সেই থেকে শিক্ষা নিয়েই বড় সিদ্ধান্ত নিল ইউপিএসসি৷ এবার থেকে রেজিস্টেশনের সময়ই আধারের তথ্য দিতে হবে প্রার্থীদের৷ শুধু তাই নয়, পরীক্ষা ও নিয়োগের সময়ও আধারের তথ্য মেলানো হবে৷ সেই অনুমতি দিয়েছে কেন্দ্র৷

কেন্দ্রের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে ইউপিএসসি-তে আধার ভিত্তিক ভেরিফিকেশনের অনুমতি দেওয়া হল। রেজিস্ট্রেশনের সময় আবেদনকারীর সঠিক পরিচয় পেতে আধার অথেনটিকেশন করা হবে। পরীক্ষা ও নিয়োগের বিভিন্ন ধাপে ই-কেওয়াইসি (e-KYC) পদ্ধতিতে প্রার্থীর পরিচয় যাচাই করার কাজও চলবে।  ইউআইডিএআই(UIDAI)-র নিয়ম ও নির্দেশ মাফিক এই ভেরিফিকেশনের কাজ করবে ইউপিএসসি (UPSC)৷