ছাত্র-শিক্ষক সংঘর্ষে রণক্ষেত্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

শিলিগুড়ি: ছাত্র-শিক্ষকদের বিবাদে রণক্ষেত্রের চেহারা নিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়৷ একে এপরের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ৷ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বর্ণ বিদ্বেষী মন্তব্যের জেরে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধানের শাস্তির দাবিতে ছাত্র-ছাত্রীদের একাংশের আন্দোলনকে ঘিরে ঘটনার সূত্রপাত। আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, ওই শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেও কর্তৃপক্ষ তা মানেননি বলে অভিযোগ। আজ সকালে এ ব্যপারে ফের তাঁরা উপাচার্যের

e72dc60d79ae81b8330cf0d44721f6cc

ছাত্র-শিক্ষক সংঘর্ষে রণক্ষেত্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

শিলিগুড়ি: ছাত্র-শিক্ষকদের বিবাদে রণক্ষেত্রের চেহারা নিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়৷ একে এপরের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ৷

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বর্ণ বিদ্বেষী মন্তব্যের জেরে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধানের শাস্তির দাবিতে ছাত্র-ছাত্রীদের একাংশের আন্দোলনকে ঘিরে ঘটনার সূত্রপাত। আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, ওই শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেও কর্তৃপক্ষ তা মানেননি বলে অভিযোগ। আজ সকালে এ ব্যপারে ফের তাঁরা উপাচার্যের সঙ্গে আলোচনা করতে যান।

অভিযোগ, উপাচার্যের ঘরে ঢুকতে বাধা দেওয়া হলে ওই পড়ুয়াদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী ও অশিক্ষক কর্মীদের হাতাহাতি শুরু হয়। ওই ঘটনায় গুরুতর আহত হন এক নিরাপত্তারক্ষী। উপাচার্যের আপ্ত সহায়কও জখম হন বলে অভিযোগ। এর পরে গেটে তালা লাগিয়ে পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষাকর্মী সংগঠনের সদস্যরা। আন্দোলনকারী পড়ুয়াদের ওপরেও তাঁরা হামলা চালান বলে অভিযোগ। পরে মাটিগাড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *