UGC-র শাস্তির মুখে বাংলার বিশ্ববিদ্যালয়, বন্ধের মুখে ২৪ বিশ্ববিদ্যালয়

নয়াদিল্লি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র বিচারে গোটা দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়কে নকলের তকমা দেওয়া হল। এরমধ্যে ২২টি বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র সাবধান করেই কোনওরকম পদক্ষেপ নেওয়া হচ্ছেনা। তবে যে দুটি বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে ইউজিসি-র শাস্তির খাঁড়া নামতে চলছে তার একটির অবস্থান এই রাজ্যে। অভিযুক্ত বিশ্ববিদ্যালয়টি হল নদিয়ার বায়োকমিক এডুকেশন গ্রান্টস কমিশন, অন্যটি দিল্লির আইআইপিএম। অভিযুক্ত দুই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেই

UGC-র শাস্তির মুখে বাংলার বিশ্ববিদ্যালয়, বন্ধের মুখে ২৪ বিশ্ববিদ্যালয়

নয়াদিল্লি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র বিচারে গোটা দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়কে নকলের তকমা দেওয়া হল। এরমধ্যে ২২টি বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র সাবধান করেই কোনওরকম পদক্ষেপ নেওয়া হচ্ছেনা। তবে যে দুটি বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে ইউজিসি-র শাস্তির খাঁড়া নামতে চলছে তার একটির অবস্থান এই রাজ্যে। অভিযুক্ত বিশ্ববিদ্যালয়টি হল নদিয়ার বায়োকমিক এডুকেশন গ্রান্টস কমিশন, অন্যটি দিল্লির আইআইপিএম।

অভিযুক্ত দুই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ এনেছে ইউজিসি। কর্তৃপক্ষের দাবি, ইউজিসির নিজস্ব আইনের পাশপাশি আইপিসির বেশ কিছু ধারাও লঙ্ঘন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেজন্য প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।হাজার টাকার পেনাল্টি চার্জও করা হয়েছে। ইউজিসির নিজস্ব আইনকে খাটিয়ে দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া শাস্তির বন্দোবস্ত হচ্ছে, সুপ্রিম রায় হাতে এলেই সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইটেই এই দুই নকল বিশ্ববিদ্যলয় সম্পর্কে যাবতীয় তথ্য মিলবে খুব শিগগির।

এই প্রসঙ্গে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেক্টরের মন্ত্রী সত্যপাল সিং সংসদে জানিয়েছেন, বহুদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে গজিয়ে ওঠা নিত্যনতুন বিশ্ববিদ্যালয় গুলির দিকে কড়া নজর রেখেছিল ইউজিসি। বলা বাহুল্য, এরপর সরেজমিনে তদন্তেনেমে এমনই ২৪টি বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করা হয়, যেগুলির স্থাপনের জন্য ইউজিসির কোনওরকম অনুমোদন ছিল না। এরপরেই তদন্তে নেমে দুটি বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করে ইউজিসি, বাকি ২২টির বিরুদ্ধে নোটিস পাঠানো হয়।

অভিযুক্ত কর্তৃপক্ষরা গ্রাজুয়েট ও আন্ডার গ্রাজুয়েট স্তরে ছাত্রছাত্রী ভর্তির জন্য যে নানারকম অসদুপায় অবলম্বন করছেন তা বেআইনি। এবং গোটা বিষয়টির দিকেই নজর রয়েছে ইউজিসির, বেশি ছাত্র টানতে যে ধরনের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে তাতে অতিরঞ্জনের মাত্রা সীমাহীন। এই বিজ্ঞাপন শুধু ইউজিসির আইনই নয় আইপিসির সংশ্লিষ্ট ধারাকেও লঙ্ঘন করছে। পরবর্তিতে এমন কোনও কাজ হলে এই ২২টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =