প্রকাশিত UGC NET ২০২০-র ই-সার্টিফিকেট, পাওয়া যাবে অফিশিয়াল ওয়েবসাইটেই

কলকাতা: প্রকাশিত হল UGC NET জুন (২০২০) পরীক্ষার ই-সার্টিফিকেট। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA এদিন JRF অ্যাওয়ার্ড লেটার প্রকাশ করে। UGC-র অফিসিয়াল ওয়েবসাইটে এই ই-সার্টিফিকেট পাওয়া যাবে।

কলকাতা: প্রকাশিত হল UGC NET জুন (২০২০) পরীক্ষার ই-সার্টিফিকেট। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA এদিন JRF অ্যাওয়ার্ড লেটার প্রকাশ করে। UGC-র অফিসিয়াল ওয়েবসাইটে এই ই-সার্টিফিকেট পাওয়া যাবে।

যে সব পরীক্ষার্থীরা UGC NET জুন ২০২০-র পরীক্ষা বসেছিলেন, তাঁদের পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। জানা গিয়েছে কারা এই পরীক্ষায় পাশ করেছেন। পরীক্ষার্থীরা ugcnet.nta.nic.in সাইটে গিয়ে এই ই-সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। কীভাবে ডাউনলোড করবেন এই ফলাফল? কয়েকটি সহজ পদ্ধতিতে ডাউনলোড করতে পারেন এই ই-সার্টিফিকেট।

১. প্রথমে UGC-র অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ যান।

২. এরপর হোম পেজে গিয়ে ‘E-Certificate-UGC NET June 2020’-এ ক্লিক করতে হবে।

৩. স্ক্রিনে নতুন পেজ খুলে যাবে।

৪. সেখানে নির্দেশ মতো প্রয়োজনীয় তথ্য লিখুন।

৫. এরপর তা সাবমিট করুন।

৬. UGC NET জুনের ই-সার্টিফিকেট চলে আসবে আপনার স্ত্রিনে।

৭. এরপর তা ডাউনলোড করে প্রিন্ট করে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =