নয়াদিল্লি: অন্য পরীক্ষার সঙ্গে সূচির দিন মিলে যাওয়ায় পিছিয়ে দেওয়া হল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা ইউজিসি নেট। ন্যাশনাল টেস্টিং এজেন্সির সিদ্ধান্তে ২০২০ সালের ডিসেম্বর ও ২০২১ সালের জুনের পরীক্ষার সূচিতে বদল ঘটানো হয়েছে। নতুন করে যে পরীক্ষা সূচি ঘোষণা করা হয়েছে, তাতে আগামী ৬-৮ অক্টোবর ও ১৭-১৯ অক্টোবর এই পরীক্ষার দিন ধার্য করা হয়েছে৷
আগে ইউজিসি নেট পরীক্ষা ৬-১১ অক্টোবর হওয়ার কথা ছিল। যদিও ১০ অক্টোবর অন্য কিছু বড় পরীক্ষার সঙ্গে সূচি মিলে যাওয়ায় বাধ্য হয়ে দিন পাল্টে দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আগে কোভিডের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল এই পরীক্ষার দিন। পরে ন্যাশনাল টেস্টিং এজেন্সির সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বর ২০২০ ও ২০২১ সালের জুন মাসের পরীক্ষা একসঙ্গে নেওয়ার কথা বলা হয়। কম্পিউটার বেসড ফরম্যাটে এই পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল কর্তৃপক্ষের তরফে। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://ugcnet.nta.nic.in-এ গিয়ে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষায় বসার আবেদন করতে পারবেন৷
আবেদন পদ্ধতি
এই পরীক্ষায় বসার জন্য অফিসিয়াল ওয়েবসাইট https://ugcnet.nta.nic.in-এ গিয়ে হোমপেজে ইউজিসি নেট ডিসেম্বর ২০২০ এবং জুন ২০২১-এর আবেদনপত্র দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলে নতুন রেজিস্ট্রেসন ট্যাব খুলে যাবে। সেখানে নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে এবংসব বিবরণ জমা দেওয়া হয়ে গেলে আবেদনের ফি জমা দিয়ে এবার সাবমিট করতে হবে৷ তবে আবেদনের একটা কপি সেভ করে নিজের কাছে রেখে দিতে হবে।