ডিসেম্বরের UGC NET-এর তালিকা প্রকাশ করল NTA! কবে কোন পরীক্ষা জেনে নিন

কলকাতা: ইউজিসি নেট ডিসেম্বর ২০২৩-এর বিষয়ভিত্তিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত সময়সূচী উল্লেখ করা হয়েছে। আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে চলতি বছরের ইউজিসি নেটের ডিসেম্বর সেশনের পরীক্ষা। শহরের কোথায় পরীক্ষা কেন্দ্র রয়েছে সেই সম্পর্কিত বিজ্ঞপ্তি পরীক্ষার ১০ দিন আগেই ইউজিসি নেট এবং এনটিএ ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ' প্রদান এবং ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা হল নেট। প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষার আয়োজন করে থাকে। মোট ৮৩টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা হবে কম্পিউটার-ভিত্তিক। প্রতিদিন দু’টি পর্বে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় তিন ঘণ্টা৷ পরীক্ষা শুরু হচ্ছে ৬ ডিসেম্বর থেকে৷
এক নজরে দেখে নিন, কবে কোন পরীক্ষা-
* ৬ ডিসেম্বর প্রথম ধাপে হবে ইংরেজি, দ্বিতীয় ধাপে হবে ইতিহাস পরীক্ষা।
* ৭ ডিসেম্বর প্রথম ধাপে কমার্স। দ্বিতীয় ধাপে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন
* ৮ ডিসেম্বর দ্বিতীয় ধাপে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং ফিলোজফি
* ১১ ডিসেম্বর প্রথম ধাপে রাষ্ট্রবিজ্ঞান, দ্বিতীয় ধাপে হিন্দি পরীক্ষা
* ১২ ডিসেম্বর ভূগোল, সোশিওলজি, মাস কমিউনেকসশন পরীক্ষা।