নয়াদিল্লি: ১৪,০০০ স্কলার্শিপ দেওয়ার ঘোষণা করল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ইউজিসি। স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে এই স্কলার্শিপের জন্য আবেদন করা যাবে। মূলত চারটি স্কলার্শিপ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, ইউজিসি ইসান উদয় স্কলার্শিপ, ইউজিসি সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলার্শিপ, ইউজিসি পিজি রাঙ্ক হোল্ডার স্কলার্শিপ এবং ইউজিসি এসসি-এসটি স্কলার্শিপ।
ইউজিসি ইসান উদয় স্কলার্শিপের জন্য আবেদন করতে পারবেন উত্তর-পূর্ব ভারতের পড়ুয়ারা। মূলত উত্তর-পূর্ব ভারতের এনরোলমেন্ট রেশিও বৃদ্ধির জন্যই এই স্কলারশিপের ভাবনা। এই স্কিমের মধ্যে ১০,০০০ স্কলার্শিপ রয়েছে। যে সমস্ত পড়ুয়ারা জেনারেল ডিগ্রি কোর্স, টেকনিক্যাল এবং প্রফেশনাল কোর্স, মেডিকেল বা প্যারামেডিকেল কোর্স করছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তবে, আবেদনকারী পড়ুয়াদের উত্তর-পূর্ব ভারত থেকেই হতে হবে। এই স্কলারশিপ পাওয়া পড়ুয়াদের জেনারেল টিকিট পড়াশোনার জন্য প্রতি মাসে ৫৪০০ টাকা এবং টেকনিক্যাল, মেডিকেল বা প্যারামেডিকেল কোর্সের পড়াশোনার জন্য প্রতি মাসে ৭৮০০ টাকা করে দেওয়া হবে।
ইউজিসি সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলার্শিপ সেই সমস্ত ছাত্রীদের জন্য যারা স্নাতকোত্তর ডিগ্রিতে পড়াশোনা করছে। এই স্কিমের মধ্যে ৩০০ টি স্কলার্শিপ রয়েছে। এই স্কলার্শিপ গ্রহণকারী ছাত্রীদের বছরে ৩৬,২০০ টাকা করে দেওয়া হবে দু’বছর পর্যন্ত।
অন্যদিকে, বাকি ২ স্কলার্শিপ যথাক্রমে পিজি রাঙ্ক হোল্ডার স্কলার্শিপ এবং এসিএসটি স্কলারশিপের জন্য একাধিক নিয়ম রয়েছে। যেমন, ল্যান্ড হোল্ডার স্কলার্শিপ তাদের জন্য যারা মেধাবী। মূলত প্রথমবার পিজি ডিগ্রীতে পড়াশুনা করা পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হবে। এই স্কিমের মধ্যে ৩০০০ স্কলার্শিপ রয়েছে। পাশাপাশি, এসসি-এসটি স্কলার্শিপ তাদের জন্য যারা সমাজের কিছুটা হলেও পিছিয়ে পড়া শ্রেণীর। এই স্কলার্শিপ যারা পাবেন তাদের অর্থ সাহায্য দেওয়া হবে। এই স্কলার্শিপের মধ্যে ১০০০ জন পড়ুয়াদের অর্থসাহায্য দেওয়া হবে। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রির জন্য প্রতি মাসে তাদের দেওয়া হবে ৭৮০০ টাকা, অন্য কোর্সের জন্য দেওয়া হবে ৪৫০০ টাকা।