Aajbikel

উচ্চ মাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার, প্রথম দশে ৮৭ পড়ুয়া

 | 
পড়ুুয়া

কলকাতা: ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করছেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবছর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার৷ তাঁদের মধ্যে পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন বা ৮৯.২৫ শতাংশ পরীক্ষার্থী৷ ছেলেদের মধ্যে পাশের হার ৯১.৮৬ শতাংশ। মেয়েদের মধ্যে পাশের হার ৮৭.২৬ শতাংশ। জেলা স্তরে সবচেয়ে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুরে। প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শুভ্রাংশু সর্দার৷ তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬৷ 

পর্ষদ সভাপতি জানান, উচ্চমাধ্যমিকে প্রথম দশে রয়েছেন ৮৭ জন পড়ুয়া৷ এর মধ্যে হুগলি থেকেই প্রথম দশে আছেন ১৮ জন।  মেধাবীদের সংখ্যায় অন্য জেলাকে টেক্কা দিয়েছে হুগলি। পাশের হারে দশম স্থানে রয়েছে কলকাতা৷ এবছর পরীক্ষায় ২ লক্ষ ৭৩ হাজার বা ৩৮ শতাংশ পড়ুয়া পেয়েছেন ৬০ শতাংশ বা তার বেশি নম্বর। 

৪৯৫ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের আবু সানা।  তৃতীয় স্থানে রয়েছেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস।  তাঁদের সকলেরই প্রাপ্ত নম্বর ৪৯৪৷ 

Around The Web

Trending News

You May like