two part
কলকাতা: সেমেস্টার পদ্ধতি নিয়ে আগেই আলোচনা হয়েছে, এবার উচ্চ মাধ্যমিকে দু’ভাগে পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রস্তাব এল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এমনই প্রস্তাব পাঠিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছে। ২০২৫ সাল থেকে দু’দফায় উচ্চমাধ্যমিকের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে বলে জানানো হয়েছে এই প্রস্তাবে। তবে দু’বার পরীক্ষা হলেও প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্ট ওয়ার্ক একবারই হবে৷
গত আগস্ট মাসে জানা গিয়েছিল, একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সেমেস্টার পদ্ধতি চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার দু’ভাগে পরীক্ষার কথা বলা হল। যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, প্রথম দফার পরীক্ষা ২০২৫ সালের নভেম্বর মাসে হবে, অন্যটি ২০২৬ সালের মার্চ মাসে নেওয়া হবে৷ অর্থাৎ চূড়ান্ত পরীক্ষা দু’টি ভাগে করা হবে৷ এই দুই পরীক্ষার গড় নম্বর মিলিয়েই চূড়ান্ত নম্বর নির্ধারণ করা হবে৷ এক্ষেত্রে ওএমআর শিটে উত্তর লিখতে হবে পড়ুয়াদের। তবে দ্বিতীয় সেমেস্টারে ছোট, বড় মিলিয়ে সব ধরনের প্রশ্নের উত্তর লিখতে হবে৷
পশ্চিমবঙ্গ যে জাতীয় শিক্ষানীতি মানছে না, সে কথা আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ রাজ্য বিধানসভাতেও সে কথা স্পষ্ট করেছিলেন। কিন্তু তারপরই প্রশ্ন ওঠে তাহলে বাংলায় কোন পদ্ধতি অবলম্বন করা হবে। এখন এই প্রস্তাবের পর তা কিছুটা হলেও পরিষ্কার হচ্ছে। দেখা যাক, আগামী দিনে কী সিদ্ধান্ত হয় এবং পড়ুয়ারা কতটা উপকৃত হন।