দু’মাসের স্কুল ছুটি, সংসারের হাল ধরতে রাজমিস্ত্রির কাজে যোগ পড়ুয়াদের

আজ বিকেল: গরমের জন্য দুমাস স্কুল ছুটি ঘোষণা করেছে রাজ্যের শিক্ষাদপ্তর। কেন টানা দুমাস ছুটি তানিয়ে চাপানউতোর, বিক্ষোভ, প্রতিবাদ, কটাক্ষা সমালোচনা কোনও কিছুরই অন্ত নেই। সে যাই থাকুক না কেন এই ছুটি পেয়ে বেজায় স্বস্তিতে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার পড়ুয়ারা। আজ থেকে শুরু হয়েছে রমজান, একমাস বাদে ইদ। ইদের আগে যদি কাজ করার সুয়োগ মেলে তো

দু’মাসের স্কুল ছুটি, সংসারের হাল ধরতে রাজমিস্ত্রির কাজে যোগ পড়ুয়াদের

আজ বিকেল: গরমের জন্য দুমাস স্কুল ছুটি ঘোষণা করেছে রাজ্যের শিক্ষাদপ্তর। কেন টানা দুমাস ছুটি তানিয়ে চাপানউতোর, বিক্ষোভ, প্রতিবাদ, কটাক্ষা সমালোচনা কোনও কিছুরই অন্ত নেই। সে যাই থাকুক না কেন এই ছুটি পেয়ে বেজায় স্বস্তিতে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার পড়ুয়ারা। আজ থেকে শুরু হয়েছে রমজান, একমাস বাদে ইদ। ইদের আগে যদি কাজ করার সুয়োগ মেলে তো ঘরে অতিরিক্ত অর্থ আসবে। মাস ভর রোজা যেমন ভাল কাটবে, তেমনই ইদের খুশিতে টাকা বাদ সাধবে না। তাই ছুটি ঘোষণা হতেই বইপত্তর ফেলে কাজের সন্ধানে কলকাতা উদ্দেশে বেরিয়ে পড়েছে জঙ্গিপুর মহকুমার অধিকাংশ স্কুল ছাত্র।

সামসেরগঞ্জ থানার চাচন্ড গ্রামের ক্লাস নাইনের ছাত্র ইসব শেখ যেমন বড় দাদার সঙ্গে রাজমিস্ত্রীর কাজে আজই কলকাতার উদ্দেশে রওনা হয়ে গিয়েছে। তবে সে একা নয় তার মতো অনেকেই কেু বা একাদশ, কেউ বা দ্বাদশ শ্রেণিতে পড়ছে। এই দুমাস বাড়ি থেকে বিলাসিতা করার পরিস্থিতি তাদের নেই তাই ইন্টারসিটি এক্সপ্রেস ধরে সকাল সকাল কলকাতার উদ্দেশে বেরিয়ে পড়েছে। এরপর বিধাননগর, দমদমে যত ঠিকাশ্রমিকের কাজ আছে, সেখানেই ঢুঁ মারবে তারা, কাজও জুটে যাবে। এমনিতে কলকাতায় নির্মাণ কাজ সারা বছরই চলে। আর সেসব কাজে নিযুক্ত রাজমিস্ত্রীদের বেশিরভাগই আসেন মুর্শিদাবাদ থেকে। এই জেলার জহ্গিপুর মহুকমুা, ফরাক্কাতে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা অনেক বেশি। তাই স্কুলে গেলেও পড়াশোনা সম্পূর্ণ করে চাকরিবাকরির ভাবনা কোনও পড়ুয়াই মাথা রাখে না। উচ্চমাধ্যমিক পাশ করলেই সোজা রাজমিস্ত্রীর কাজে লেগে পড়ে। এটাই য়েন তাদের ভবিতব্য। এবার সাততাড়াতাড়ি স্কুলেছুটি পড়ে যাওয়ায় রীতিমতো খুশি পড়ুয়া ও অভিভাবকরা। নুন আনতে পান্তা ফুরনোর সংসারে যদি ইদ পার্বণে কিছু টাকা অতিরিক্ত রোজগার হয় তবে আনন্দ তো হবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 15 =