৩টি নতুন MTech কোর্স চালু করছে ইনস্টিটিউট অফ টেকনোলজি

৩টি নতুন MTech কোর্স চালু করছে ইনস্টিটিউট অফ টেকনোলজি

আগরতলা: তিনটি নয়া এমটেক ( MTech) কোর্স শুরু করতে চলেছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি৷ এই বিষয়ে ইতিমধ্যেই অল ইন্ডিয়ান কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন (AICTE)-এর অনুমোদন মিলেছে৷ চলতি শিক্ষাবর্ষ থেকেই এই নয়া কোর্স চালু করা হবে বলে শুক্রবার জানালেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷

এমটেকে যে তিনটি নতুন কোর্স চালু করা হবে সেগুলি হল- ‘ভেরি লার্জ স্কেল ইন্ট্রিগেশন (VLSI), এমবেডেড সিস্টেম, থার্মাল ইঞ্জিনিয়ারিং এবং ডাটা সায়েন্স৷ নাথ বলেন, ‘‘২০১৮ সালে সরকার বদল হওয়ার পর থেকেই রাজ্যে এমটেক কোর্স চালু করার লক্ষ্যে এগোচ্ছিল শিক্ষা দফতর৷ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি ত্রিপুরা)-তে বিভিন্ন বিভাগে এমটেক কোর্স পড়ানো হয়৷  ২০০৬ সালে রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পরিবর্তিত হয়৷

এর আগে এমটেক ডিগ্রি করার জন্য ভিন রাজ্যে যেতে হত ত্রিপুরার পড়ুয়াদের৷ তবে তিনটি নতুন এমটেক কোর্স চালু হওয়ার ফলে কমপক্ষে ৫৪ জন ছাত্রছাত্রী উপকৃত হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী৷ প্রতিটি বিভাগে ১৮ জন পড়ুয়াকে নেওয়া হবে৷ নাথ বলেন, আমাদের ফ্যাকাল্টির কোনও সমস্যা নেই৷ তাই চলতি সেসন থেকেই চালু করা হবে এই কোর্স৷

ত্রিপুরায় ৬টি পলিটেকনিক কলেজ আছে৷ ২,৭১২ জন ছাত্রছাত্রী ডিপ্লোমা কোর্স করছেন৷ টিআইটি-তে পড়ানো হচ্ছে ইলেকট্রনিক এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, মেকিনিক্যাল   ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি৷ রয়েছে প্রায় ১,১০০ ছাত্রছাত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =