মাধ্যমিকের সিলেবাসে বাদ বামপন্থী ও শ্রমিক আন্দোলন, ত্রিকোণমিতি, বিতর্কে পর্ষদ

মাধ্যমিকের সিলেবাসে বাদ বামপন্থী ও শ্রমিক আন্দোলন, ত্রিকোণমিতি, বিতর্কে পর্ষদ

9c1fd07f9bc67214064d80f04bec7cb3

কলকাতা: ২০২২-এর মাধ্যমিকের সিলেবাসে কাঁটছাট৷ বাদ দেওয়া হল ত্রিকোণমিতি, বামপন্থী ও শ্রমিক আন্দোলন৷ অষ্টম শ্রেণিতে সিঙ্গুর আন্দোলন পড়ানো হলেও মাধ্যমিকে কেন বামপন্থী আন্দোলন কেন বাদ, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷ সিলেবাস কমিটির দাবি, সিলেবাসের শেষ অংশ বাদ দেওয়া হয়েছে৷ এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই৷ 

আরও পড়ুন- করোনা আবহে টিউশন ফি মকুব করল কলকাতা বিশ্ববিদ্যালয় 

করোনা আবহে পঠনপাঠন বন্ধ রয়েছে স্কুলে৷ ক্লাস হচ্ছে অনলাইন৷ এই পরিস্থিতিতে মাধ্যমিকের সিলেবাস কমানো নিয়ে বিতর্ক শুরু হয়েছে শিক্ষা মহলে৷ পরীক্ষা কবে হবে তা এখনও স্পষ্ট নয়৷ কিন্তু ২০২২-এ কোন পাঠ্যক্রমে পরীক্ষা হবে তা ঠিক করে ফেলেছে মধ্যশিক্ষা পর্ষদ৷ আগামী বছর যাঁরা পরীক্ষা দেবে তাঁদের মূল সিলেবাসের ৩০ থেকে ৩৫ শতাংশ কাঁটছাট করা হয়েছে৷ আর সিলেবাস হালকা করতে গিয়েই বিতর্কের ঝড়৷  

২০২০-এর মাধ্যমিক পাঠ্যসূচি থেকে বাদ পড়েছে ত্রিকোণমিতি, জৈব রসায়ন, পরিবেশ, ভাতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, ভারতের নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, স্বাধীনতা উত্তর ভারত, অজৈব রসায়নের কিছু অংশ সহ আরও কিছু বিষয়৷ অভিযোগ, যেখানে সিঙ্গুর আন্দোলন অষ্টম শ্রেণির সিলেবাসে রাখা হয়েছে, সেখানে বামপন্থী আন্দোলনকে বাদ দেওয়া হল কেন? 

এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের কথায়, ‘‘ছাত্রছাত্রীরা ত্রিকোণমিতি না পড়ে যদি বড় হয়, এবং পরবর্তীকালে তাঁদের মধ্যে কেউ ইঞ্জিনিয়র হলে আরও ব্রিজ ভেঙে পড়বে৷ সিঙ্গুর থাকবে কিন্তু দেভাগা বাদ যাবে এটা কোনও অবস্থাতেই হতে পারে না৷ বিজেপি যে ভাবে সিলেবাস সাজাতে চায়, তার প্রতিফলন ঘটছে রাজ্যেও৷ এটা অবৈজ্ঞানিক৷ অন্যায়৷ শিক্ষাবোধের বিকৃতি ঘটানো হচ্ছে৷’’

তবে অভিযোগ মানতে নারাজ সিলেবাস কমিটি৷ তাঁদের বক্তব্য, করোনা আবহে ২ বছরের জন্য সিলেবাসে কাঁটছাট করা হয়েছে৷ বাংলাতেও জয় গোস্বীম, মানিক বন্দ্যোপাধ্যায় বাদ পড়েছে৷ অঙ্কেও কাঁটছাট হয়েছে৷ বিশেষ পরিস্থিতিতে আমরা সিলেবাস কমাতে বাধ্য হয়েছি৷ তার মানে এই নয় যে, এগুলো চিরকালের জন্য সিলেবাস থেকে বাদ গেল৷ দুঃখের বিষয় এটা নিয়েও বিতর্ক হচ্ছে৷ এটা অহেতুক৷     
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *