আজ ICSE ও ISC’র ফল প্রকাশ, কীভাবে জানা যাবে ফলাফল?

নয়াদিল্লি: আজ, মঙ্গলবার আইসিএসই এবং আইএসসি’র ফল প্রকাশ হবে। দিল্লির সদর অফিসে এদিন দুপুর ৩টে নাগাদ সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করবে কাউন্সিল। ফেব্রুয়ারিতে এবং মার্চে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে। ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। www.cisce.org এবং www.results.cicse.org ওয়েবসাইটে ফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে দশম শ্রেণির ফল জানতে গেলে, রাইট

583ebf372f1e525c6b44e614c66cd4e2

আজ ICSE ও ISC’র ফল প্রকাশ, কীভাবে জানা যাবে ফলাফল?

নয়াদিল্লি: আজ, মঙ্গলবার আইসিএসই এবং আইএসসি’র ফল প্রকাশ হবে। দিল্লির সদর অফিসে এদিন দুপুর ৩টে নাগাদ সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করবে কাউন্সিল।

ফেব্রুয়ারিতে এবং মার্চে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে। ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। www.cisce.org এবং www.results.cicse.org ওয়েবসাইটে ফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে দশম শ্রেণির ফল জানতে গেলে, রাইট মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ICSE, তারপর স্পেস দিয়ে সাত সংখ্যার ইউনিক আইডি লিখে তা পাঠিয়ে দিতে হবে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে। একইভাবে দ্বাদশ শ্রেণীর ফলও জানা যাবে। শুধু মেসেজ লেখার জায়গায় ICSE না লিখে লিখতে হবে ISC। বাকিটা একই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *