বদলে যাচ্ছে পরীক্ষা ব্যবস্থা, কলেজ পড়ুয়াদের জন্য নয়া সুপারিশ UGC-র

বদলে যাচ্ছে পরীক্ষা ব্যবস্থা, কলেজ পড়ুয়াদের জন্য নয়া সুপারিশ UGC-র

নয়াদিল্লি:  বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলির জন্য নয়া প্রস্তাব আনল বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন (ইউজিসি)৷ নয়া প্রস্তাবে বলা হয়েছে, হয় অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে ছাত্রছাত্রীদের নম্বর দেওয়া হোক, নচেৎ পরীক্ষার সময় তিন ঘণ্টা থেকে কমিয়ে দুই ঘণ্টা করা হোক৷ লকডাউন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলি অবশ্য অনলাইন পরীক্ষার উপরেই বেশি জোড় দিচ্ছে৷

অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে ফলাফল ঘোষণা করতে নারাজ৷ বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেনুগোপাল কেআর বলেন, এই ধরনের মূল্যায়ন ছাত্রছাত্রীদের জন্য ন্যায্য হবে না৷ পুরনো পারফরমেন্সের ভিত্তিতে কোন ছাত্রটা কতটা সম্ভাবনাময়, তা বোঝা সম্ভব নয়৷  তিনি আরও বলেন, ‘‘পরিস্থিতি সঙ্গ দিলে স্বাভাবিকভাবেই পরীক্ষা নেওয়া হবে৷ প্রয়োজনে শহরজুড়ে একাধিক পরীক্ষাকেন্দ্র তৈরি করা হবে৷

আলাদা আলাদা শিফট ছোট ছোট গ্রুপে ভাগ করে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে আসার নির্দেশ দেওয়া হবে৷’’ তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে, অনলাইনেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয়৷ এই পরিস্থিতিতে পরীক্ষাপদ্ধতি এবং উত্তরপত্রের মূল্যায়ন সহজ করতে মাল্টিপল চয়েস কোশ্চেন (MCQ) প্যাটার্ন চালু করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি৷ এর ফলে পরীক্ষার সময় কমানোও সম্ভব হবে৷ 

অন্যদিকে, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ গুজরাতে (সিইউজি) সম্ভবত আগামী জুলাই মাসে সেমিস্টার পরীক্ষা হবে৷ ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে অনলাইনে বিজ্ঞানের প্র্যাকটিকাল সেসন শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ আগামী দিনে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও এই পদ্ধতি অবলম্বন করা হবে বলে জানানো হয়েছে৷ এদিকে করোনা সংক্রমণ রুখতে চতুর্থ দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে৷ ৩১ মে পর্যন্ত যাবতীয় স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ তবে পূর্ব নির্ধারিত সূচি মেনেই চলবে অনলাইন পঠনপাঠন৷ 

শিক্ষা সংক্রান্ত খবর জানতে নজর রাখুন AajBikel.com-এর পাতায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 12 =