রায়গঞ্জ: স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার বিষয়ে নতুন শিক্ষাবর্ষ থেকে কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে নির্দেশিকা জারি করেছিল রাজ্য শিক্ষা দপ্তর। নতুন ১০ জানুয়ারি ২০২০ থেকে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশিকা জারি করা হয়েছিল। তাসত্ত্বেও নির্দেশিকা অমান্য করেই রাজ্যের একাধিক জেলা থেকে স্কুল শিক্ষকদের গোপনে প্রাইভেট টিউশনের খবর প্রকাশ্যে আসছে। এবার এবিষয়ে পদক্ষেপ নিতে সোমবার উত্তর দিনাজপুরের জেলা স্কুল পরিদর্শকের অফিসে চিঠি পাঠালো রাজ্য শিক্ষা দপ্তর। জেলার স্কুলগুলির কোনো শিক্ষক প্রাইভেট টিউশের সঙ্গে যুক্ত নয় সেবিষয়ে নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ৭দিনের মধ্যে শিক্ষা দপ্তরকে বিষয়ে অবগত না করলে তাঁর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
নতুন শিক্ষাবর্ষ থেকে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে রাজ্য শিক্ষা দপ্তরের তরফে যে দুটি বিশেষ পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছিল তাহল, প্রথমত, শিক্ষক-শিক্ষিকাদের নির্ধারিত সময়ে অর্থাৎ সকাল ১১টা ৫ মিনিটের মধ্যে স্কুলে না এলে তাঁদের উপস্থিতির রেজিস্ট্ৰারে লাল কালির দাগ পরবে অর্থাৎ অনুপস্থিত বলে বিবেচিত হবেন। একইসঙ্গে বিকেল সাড়ে ৪টের আগে শিক্ষক-শিক্ষিকারা স্কুল থেকে বেরোতে পারবেন না।
দ্বিতীয়তঃ, শিক্ষক-শিক্ষিকাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইন মেনেই ক্লাসে পড়াতে হবে। রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত স্কুলগুলিতে প্রতিটি নিয়ম বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে।