বদলে গেল মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সময়! ক’টা থেকে শুরু হবে পরীক্ষা? তুঙ্গে বিতর্ক

বদলে গেল মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সময়! ক’টা থেকে শুরু হবে পরীক্ষা? তুঙ্গে বিতর্ক

কলকাতা: মাস ফুরলেই শুরু মাধ্যমিক পরীক্ষা৷ তার পরেই রয়েছে উচ্চমাধ্যমিক৷ মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সূচি অপরিবর্তিতই রয়েছে৷ কবে বদলে গেল পরীক্ষা শুরুর সময়৷ বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিবৃতি দিয়ে সময় বদলের কথা জানিয়েছে। যদিও মধ্যশিক্ষা পর্ষদের তরফে আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি৷ তবে সূত্র মারফত সময় বদলের কথা জানা গিয়েছে।

সংসদের তরফে প্রথমে জানানো হয়েছিল, উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে বেলা ১২টা থেকে৷ শেষ হবে দুপুর ৩টে বেজে ১৫ মিনিটে৷ নতুন বিবৃতিতে বলা হয়েছে, পরীক্ষার সময় সওয়া ২ ঘণ্টা এগিয়ে আনা হচ্ছে। ফলে পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। চলবে দুপুর ১টা পর্যন্ত। একই ভাবে মাধ্যমিকের সময়সূচিতেও বদল আনা হচ্ছে৷ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। চলবে দুপুর ১টা পর্যন্ত। আগে পরীক্ষা শুরুর কথা ছিল ১১টা ৪৫ মিনিটে৷ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি৷ উচ্চমাধ্যমিক শুরু ১৭ ফেব্রুয়ারি থেকে৷ 

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা সব ক্ষেত্রেই পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসা হচ্ছে। ছাত্র-ছাত্রী অথবা অভিভাবক, শিক্ষকদের পক্ষ থেকে কোন অভিযোগ ছিল না। তাহলে কেন এই পরিবর্তন? ছাত্র-ছাত্রীরা এত বড় একটা পরীক্ষার আগে সকালবেলা খানিকটা প্রস্তুতি নেয়। সে সময়টা তারা পাবে না। পরীক্ষা তো নিজের স্কুলে হয় না, দূর থেকে পরীক্ষা কেন্দ্রে তাদের যেতে হয়। তাই আমরা পরীক্ষার সময় এইভাবে এগিয়ে আনার প্রতিবাদ করছি।’

মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির অফিস সম্পাদক পরিমল হাঁসদা বলেন, “মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ২০২৪ পরীক্ষার দৈনন্দিন সময়সূচি দু’ঘন্টা এগিয়ে আনা হল। ছাত্রছাত্রীদের মানসিক অবস্থার কথা বিবেচনার মধ্যে আনা হল না। এমনকি রাস্তাঘাটের যানজট এবং সকাল বেলার প্রস্তুতির সময় কমে যাওয়া ইত্যাদি কোন বিষয়ই মাথায় রাখা হয়নি। দিনের পর দিন চূড়ান্ত সিদ্ধান্তহীনতা ও বিবেচনাহীনতার পরিচয় রাখছে মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উভয়কেই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি করছি।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *