৪০ হাজার আসন কমছে বাংলার ইঞ্জিনিয়ারিং কলেজে

কলকাতা: ইঞ্জিনিয়ারিং কলেজগুলি নিয়ে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিয়েই চলেছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকশেন (এআইসিটিই)৷ এবার কাউন্সিল দেশজুড়ে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে প্রায় ৪০ হাজার আসন কমানোর সিদ্ধান্ত নিয়েছে৷ কারণ, কলেজগুলিকে বারবার পরিকাঠামোর উন্নতি এবং শিক্ষকের শূন্যপদ পূরণ করার বহুবার আবেদন করার পরও তেমন সাড়া মেলেনি বলে কাউন্সিলের অভিযোগ৷ তার জন্যই এই পদক্ষেপ

৪০ হাজার আসন কমছে বাংলার ইঞ্জিনিয়ারিং কলেজে

কলকাতা: ইঞ্জিনিয়ারিং কলেজগুলি নিয়ে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিয়েই চলেছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকশেন (এআইসিটিই)৷ এবার কাউন্সিল দেশজুড়ে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে প্রায় ৪০ হাজার আসন কমানোর সিদ্ধান্ত নিয়েছে৷ কারণ, কলেজগুলিকে বারবার পরিকাঠামোর উন্নতি এবং শিক্ষকের শূন্যপদ পূরণ করার বহুবার আবেদন করার পরও তেমন সাড়া মেলেনি বলে কাউন্সিলের অভিযোগ৷ তার জন্যই এই পদক্ষেপ নিতে চলেছে তারা৷ কাউন্সিলের চেয়ারম্যান বলেন, কলেজের তো রয়েছেই, রাজ্যের গাফিলতিও কম নয়৷ বহুবার বলার পরও তাদের মধ্যে একটা গয়ংগচ্ছভাব রয়েই গিয়েছে৷

ফ্যাকাল্টি নিয়োগের ক্ষেত্রে তেমন কোনও গা করে না বহু রাজ্যই৷ তাই এমন কঠোর পদক্ষেপ করা ছাড়া উপায় ছিল না৷ দ্রুত যদি কেউ কোনও পদক্ষেপ না করে, তাহলে আসন বাতিলের প্রক্রিয়া চলবেই৷ শিক্ষামহলের মতে, শিক্ষকের বা পরিকাঠামোর অভাবের কারণেই যে আসন কমাতে উঠে পড়ে লেগেছে এআইসিটিই, তা কিন্তু নয়৷ যেভাবে বছরের পর বছর দেশজুড়ে ইঞ্জিনিয়ারিংয়ে শূন্য আসনের সংখ্যা বেড়েই চলেছে, তাতে আসন কমানো প্রয়োজন হয়ে পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + two =