ইসরোর চন্দ্রযান-২ অভিযানে সামিল এবার বাংলার পড়ুয়ারাও

নয়াদিল্লি: ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ চাঁদের উদ্দেশে রওনা হল ভারতের চন্দ্রযান-২৷ গত ১৫ জুলাই উৎক্ষেপনের ৫৬ মিনিট আগে প্রযুক্তিগত ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় চন্দ্রযান-২ অভিযান৷ পরে ত্রুটি কাটিয়ে আজ ফের চাঁদ জয়ের অভিযানে চন্দ্রযান-২ সফল উৎক্ষেপণ ইসরোর৷ জ্বালানি লিক হওয়ার কারণে স্থগিত রাখা হয় চাঁদের অভিযান৷ পরে তা কাটিয়ে ইসরো জানিয়েছে, আজ সোমবার চাঁদের

ইসরোর চন্দ্রযান-২ অভিযানে সামিল এবার বাংলার পড়ুয়ারাও

নয়াদিল্লি: ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ চাঁদের উদ্দেশে রওনা হল ভারতের চন্দ্রযান-২৷ গত ১৫ জুলাই উৎক্ষেপনের ৫৬ মিনিট আগে প্রযুক্তিগত ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় চন্দ্রযান-২ অভিযান৷ পরে ত্রুটি কাটিয়ে আজ ফের চাঁদ জয়ের অভিযানে চন্দ্রযান-২ সফল উৎক্ষেপণ ইসরোর৷ জ্বালানি লিক হওয়ার কারণে স্থগিত রাখা হয় চাঁদের অভিযান৷ পরে তা কাটিয়ে ইসরো জানিয়েছে, আজ সোমবার চাঁদের উদ্দেশে রওনা হয় চন্দ্রযান-২৷ আজ দুপুর ২টো ৪৩ মিটিয়ে সফল উৎক্ষেপন হয় চন্দ্রযান-২৷ এখনও পর্যন্ত ঠিকঠাক এগোচ্ছে চন্দ্রযান৷ পাঠাতে শুরু করেছে ছবি৷ চাঁদের কক্ষপথের কাছাকাছি পৌঁছতে শুরু করেছে চন্দ্রযান-২-এর মূল অরবিট বাহুবলী৷ ইসরোর এই অভিযানের পর অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

ইসরোর চন্দ্রযান-২ অভিযানে সামিল এবার বাংলার পড়ুয়ারাওসোমবার চন্দ্রযান-২ অভিযানের নয়া ইতিহাসের সামিল হলেন বাংলার পড়ুয়ারাও৷ স্কুলে ICT কম্পিউটার শিক্ষকের উদ্যোগে পড়ুয়াদের দেখানো হল চন্দ্রযান-২ অভিযান৷ ছাত্র-ছাত্রীদের স্বার্থে স্কুলের মধ্যেই লাইভ অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সময় কম্পিউটার শিক্ষকরা৷ প্রজেক্টের মাধ্যমে দেখানো হয় চন্দ্রযান-২ -এর সফল উৎক্ষেপ৷ একই সঙ্গে বোঝানো হয় গোটা ঘটনা৷ কম্পিউটার শিক্ষকদের উদ্যোগে তৈরি এই নতুন ক্লাস করেও উৎসাহিত পড়ুয়ারাও৷ আজ টিফিনের পর থেকে স্কুলে নতুন কিছু শেখার আনন্দে মাতিয়ে উঠেন পড়ুয়ারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + nineteen =