করোনা-কালে বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের টেস্ট, ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা-কালে বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের টেস্ট, ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

কলকাতা: করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে স্কুল৷ তাই পরীক্ষা নিয়ে বেশ চিন্তার মধ্যেই রয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা৷ তাঁদের দুশ্চিন্তা কিছুটা লাঘব করতেই এইবার টেস্ট পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্য শিক্ষা দফতর৷ বুধবার নবান্নের বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- ৭০ বছর ধরে চলছে শিক্ষাদান, পারিশ্রমিক নেন না ১০২ বছরের স্যার

মুখ্যমন্ত্রী জানান, দশম ও দ্বাদশ শ্রেণিতে পাঠরত যে সকল পড়ুয়া ২০২১ সালের বোর্ড পরীক্ষায় বসতে ইচ্ছুক, তাদের সকলেই পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে৷ এর জন্য টেস্ট পরীক্ষা দিতে হবে না তাদের৷ তবে কবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে, সে বিষয়ে কিছু জানাননি মুখ্যমন্ত্রী৷ প্রতিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের সময়েই পরবর্তী পরীক্ষার দিন ঘোষণা করা হয়৷ কিন্তু এই বছর করোনা আবহে আগাম দিন ঘোষণা করা হয়নি৷ ফলে কবে পরীক্ষা হবে, তা নিয়ে চিন্তায় রয়েছে পড়ুয়ারা৷ 

আরও পড়ুন- গরমিল, বিতর্ক! অনলাইনে ভর্তির প্রক্রিয়া বন্ধ করল কলকাতা বিশ্ববিদ্যালয়

ফি বছর নভেম্বর মাসে নেওয়া হয় মাধ্যমিক পরীক্ষার টেস্ট৷ উচ্চমাধ্যমিকের টেস্ট হয় ডিসেম্বর মাসে৷ এই বছর করোনার জেরে সব নিয়মই বদলে গিয়েছে৷ মার্চ মাসের পর থেকে এখনও পর্যন্ত ক্লাস করার সুযোগ পায়নি পড়ুয়ারা৷ সবটাই হচ্ছে অনলাইনে৷ তাই টেস্ট পরীক্ষা কবে হবে তা নিয়েও পড়ুয়াদের মনে প্রশ্ন ছিল৷ ফাইনাল পরীক্ষার দিনক্ষণও এখনও চূড়ান্ত হয়নি৷ করোনা পরিস্থিতির মধ্যে আবার বছর ঘুরতেই রয়েছে বিধানসভা ভোট৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে হবে সে বিষয়ে কোনও ইঙ্গিতই আজ মেলেনি৷ তবে পরীক্ষা বাতিল হবে না৷ পরীক্ষা নেওয়া হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ 

এই বছর করোনার দাপটে উচ্চমাধ্যমিকে সব কটি বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই নম্বর দেওয়া পরীক্ষার্থীদের৷ ২০২১-এ কবে পরীক্ষা নেওয়া হবে, সেই বিষয়ে জানিয়ে দেবে শিক্ষা দফতর৷  মুখ্যমন্ত্রীর ঘোষণার পর নানান প্রতিক্রিয়া তৈরি হয়েছে শিক্ষক মহলে৷  মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি অন্যতম অনিমেষ হালদার বলেন, ‘‘২০২১ সালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ এবং সিলেবাস সংক্রান্ত শিক্ষা দফতরের চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুত ঘোষণা করার দাবি জানাচ্ছি৷ সামনেই বিধানসভা নির্বাচন৷ ফলে পরীক্ষা ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত না হওয়ায় চরম বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে আছে পরীক্ষার্থীরা৷’’ শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র‍্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গরাই এ প্রসঙ্গে বলেন, ‘‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণায় সকলের উদ্বেগ দূর হলেও শিক্ষা দফতর অবিলম্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করুক৷’’ শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে, সিলেবাস-সহ তার দিনক্ষণ অবিলম্বে ঘোষণা করুক রাজ্য সরকার কিংবা শিক্ষা দফতর৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − twelve =