কলকাতা: কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং অধ্যাপকদের বিশেষ ইন্ডাকশন কর্মসূচি করা হবে। তার জন্য শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের দরকার রয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে স্টুডেন্ট ইন্ডাকশন প্রোগ্রাম এবং টিচার ইন্ডাকশন প্রোগ্রামের জন্য তিনজন করে শিক্ষকের নাম পাঠাতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
তবে এই আর্জি ফেব্রুয়ারি মাসে জানিয়েছিল তারা। কিন্তু কেউই নাম পাঠায়নি। ফলে অসন্তুষ্ট হয়েছে কমিশন। তাই আবারও চিঠি দিয়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মনে করিয়ে দিয়েছে তারা। ইউজিসি’র বক্তব্য, আগামী ১৫ এপ্রিলের মধ্যে নাম পাঠাতে হবে। ওই শিক্ষকদের প্রশিক্ষণ দেবে ইউজিসি। তারপর তাঁরা যে যাঁর কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষক-পড়ুয়াদের প্রশিক্ষণ দেবেন।