এবার বাংলার প্রতিটি স্কুলের নজরদারি কেন্দ্রের, তুঙ্গে প্রস্তুতি

কলকাতা: কোন স্কুলে পরিকাঠামোর কেমন? কী অবস্থা স্কুলের? কেন্দ্রীয় প্রকল্পের সুফল পাওয়া যাচ্ছে কি না, তা জানতে দেশব্যাপী সমীক্ষা করবে কেন্দ্র৷ এই সমীক্ষা প্রকল্পের নাম ‘শগুনোৎসব’৷ জানা গিয়েছে, দেশের মোট ১১ লক্ষ ৮৫ হাজার ২২৭টি সরকার ও সরকার পোষিত স্কুলে এই সমীক্ষা চালানো হবে৷ সমীক্ষায় সব থেকে গুরুত্ব পেতে চলেছে সরকারি স্কুল৷ রাজ্যের ৮৩ হাজার

এবার বাংলার প্রতিটি স্কুলের নজরদারি কেন্দ্রের, তুঙ্গে প্রস্তুতি

কলকাতা: কোন স্কুলে পরিকাঠামোর কেমন? কী অবস্থা স্কুলের? কেন্দ্রীয় প্রকল্পের সুফল পাওয়া যাচ্ছে কি না,  তা জানতে দেশব্যাপী সমীক্ষা করবে কেন্দ্র৷ এই সমীক্ষা প্রকল্পের নাম ‘শগুনোৎসব’৷ জানা গিয়েছে, দেশের মোট ১১ লক্ষ ৮৫ হাজার ২২৭টি  সরকার ও সরকার পোষিত স্কুলে এই সমীক্ষা চালানো হবে৷

সমীক্ষায় সব থেকে গুরুত্ব পেতে চলেছে সরকারি স্কুল৷ রাজ্যের ৮৩ হাজার ২১৯টি স্কুলেও নজর নেওয়া হবে কেন্দ্রের তরফে৷ সেপ্টেম্বর মাস নাগাদ এই সমীক্ষা হতে পারে বলে খবর পাওয়া গিয়েছে৷ কীভাবে সমীক্ষা চালানো হবে, তার রূপরেখার প্রস্তুতি চলছে৷

কিন্তু, কেন এই সমীক্ষা? সমগ্র শিক্ষা মিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সমীক্ষায় যে তথ্য উঠে আসবে, তার সঙ্গে বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ সমগ্র শিক্ষা অভিযানের অধীনে চলা প্রকল্পগুলির ঠিক কী অবস্থা, মিড ডে মিল নিয়ে কোনও সমস্যা আছে কি না, তাও দেখা হবে বলে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − five =