এবার একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন রাজ্যের

কলকাতা: বুধবার থেকেই শুরু হয়ে গেল সরকারি স্কুলগুলির একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হচ্ছে। অনলাইনে একটি বা একাধিক ফর্ম ডাউনলোড করে বা তার কপি করে তা পূরণ করে জমা দেওয়া যাচ্ছে। ফর্ম জমা দেওয়া যাবে ২৮ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ফর্ম জমা দেওয়া যাবে। উচ্চ মাধ্যমিকের বিষয়

এবার একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন রাজ্যের

কলকাতা: বুধবার থেকেই শুরু হয়ে গেল সরকারি স্কুলগুলির একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হচ্ছে। অনলাইনে একটি বা একাধিক ফর্ম ডাউনলোড করে বা তার কপি করে তা পূরণ করে জমা দেওয়া যাচ্ছে। ফর্ম জমা দেওয়া যাবে ২৮ মে পর্যন্ত।

প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ফর্ম জমা দেওয়া যাবে। উচ্চ মাধ্যমিকের বিষয় বিন্যাস  সংসদের ওয়েবসাইট থেকে জেনে আবেদন করতে হবে। সেট-১, সেট-২ এবং সেট-৩, এই তিনরকম কম্বিনেশন রয়েছে। সেখান থেকেই বেছে নিতে হবে। আবেদনের পর আর সেট পরিবর্তন করা যাবে না।

সরকারি নির্দেশিকায় রয়েছে, www.banglarshiksha.gov.in ওয়েবসাইট থেকে যেমন বিনামূল্যে ফর্ম ডাউনলোড করা যাবে, তেমনই স্কুলগুলি থেকেও বিনামূল্যে ফর্ম তোলা যাবে। জমা দেওয়ার সময় মার্কশিট, অ্যাডমিট কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেটের স্ব-প্রত্যয়িত কপি জমা দিতে হবে। তার ভিত্তিতেই ২৯ মে মেধাতালিকা প্রকাশ করা হবে। ৩০ মে থেকে ৪ জুন সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভর্তি হওয়া যাবে। এবারও ভর্তির ফি বেঁধে দিয়েছে সরকার। ল্যাবরেটরি ভিত্তিক বিষয়গুলির জন্য ২৯৫ টাকা এবং ল্যাবরেটরির প্রয়োজন নেই এমন বিষয়গুলির জন্য ২৫০ টাকার বেশি নেওয়া যাবে না।

স্কটিশচার্চ কলেজিয়েট স্কুলে ভর্তির জন্য www.sccskolkata.in-এই ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে৷ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তির জন্য www.rkmvnarendrapur.org এই ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে৷ রহড়া রামকৃষ্ণ মিশনে www.rkmissionrahara.org-এই ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 9 =