এবার বিবেকানন্দের নামে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা রাজ্যের

কলকাতা : কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের পর এবার স্বামী বিবেকানন্দের নামে আরও একটি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা রাজ্যের৷ নাম দেওয়া হয়েছে, নিউ স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়৷ পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজ্য মন্ত্রিসভা স্বামীজির নামে বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব অনুমোদন দিয়েছে৷ পরবর্তী বিধানসভা অধিবেশনেই এই সংক্রান্ত প্রস্তাব পেশ করা হবে বলেও জানিয়েছেন তিনি৷ তবে, কোথায় এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে

এবার বিবেকানন্দের নামে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা রাজ্যের

কলকাতা : কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের পর এবার স্বামী বিবেকানন্দের নামে আরও একটি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা রাজ্যের৷ নাম দেওয়া হয়েছে, নিউ স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়৷ পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজ্য মন্ত্রিসভা স্বামীজির নামে বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব অনুমোদন দিয়েছে৷

পরবর্তী বিধানসভা অধিবেশনেই এই সংক্রান্ত প্রস্তাব পেশ করা হবে বলেও জানিয়েছেন তিনি৷ তবে, কোথায় এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ জমি দেখে পরিবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷

নতুন বিশ্ববিদ্যালেয়ের প্রস্তাবে অনুমোদন দেওয়ার পাশাপাশি ডোমজুড় থেকে সাঁকরাইল ও ধূলাগড়কে এখন থেকে হাওড়া পুলিশ কমিশনার এলাকার মধ্যে আনা হয়েছে৷ পাশাপাশি রাজ্যে বেশ কয়েকটি নতুন থানা তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =