নয়াদিল্লি: সমাজের বিশিষ্টদের হাতে পদ্ম পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনের পদ্ম পুরস্কার বিতরন করা হয়৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন, কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল প্রমুখ৷
রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত পুরস্কার তালিকায় রয়েছে ১১২ জন প্রাপকের নাম৷ এর আগে গত ১১ মার্চ ৪৭ জন প্রাপকদের হাতে পদ্ম পুরস্কার তুলে দিয়েছিলেন রাষ্ট্রপতি৷ আর শনিবার ৫৪ জনের হাতে পদ্ম পুরস্কার তুলে দেওয়া হয়৷
Delhi: President Ram Nath Kovind confers Padma Shri award upon D Prakash Rao – tea seller from Odisha’s Cuttack who also runs school for children living in slums. He has been awarded in the field of Social Work – Affordable Education. #PadmaAwards pic.twitter.com/cDPVE8JtOU
— ANI (@ANI) March 16, 2019
পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন লোকসঙ্গীত শিল্পী তেজন বাঈ৷ এদিন রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করেছেন ইসরোর বিজ্ঞানী নাম্বি নারায়ণন, এমডিএইচ-এর মালিক ধর্মপাল গুলাটি, পর্বতারোহী বাচেন্দ্রি পাল৷ পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী, স্বপন চৌধুরী (আর্ট-সঙ্গীত-তবলা), ভারতীয় ফুটবল টিমের ক্যাপ্টেন সুনীল ছেত্রী, প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর, এইচ এস ফুলকা, বাস্কেট বল খেলেয়োড় প্রশান্তি সিং, ওডিশার কটকে চা বিক্রেতা ডি প্রকাশ রাও৷ সমাজ কল্যাণের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন ওডিশার এই চা বিক্রেতা৷ দরিদ্র পরিবারের শিশুদের জন্য স্কুল চালান তিনি৷