বারাসত: মাধ্যমিকে প্রশ্নফাঁসের কেলেঙ্কারিক পর এবার উচ্চমাধ্যমিক৷ ভোটের বাজারে রাস্তায় লুটোপুটি খেল উচ্চ মাধ্যমিকের খাতা! খোদ মধ্যমগ্রামের দোলতলায় যশোর রোডের উপর প্রায় ২০০ মিটার জায়গা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে খাতা৷ স্থানীয়দের নজরে আসতেই পড়ে যায় সোরগোল৷
জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে দোলতলায় যশোর রোডের ছড়িয়ে ছড়িয়ে থাকা বেশ কিছু কাগজ দেখতে পান স্থানীয়রা৷ কাগজ হাতে তুলতে চমকে ওঠেন তাঁরা৷ দেখা যায়, উচ্চমাধ্যমিকের উর্দু প্রোজেক্টের খাতা৷ খাতাগুলির উপর মোমিন হাইস্কুলের নাম লেখা ছিল৷ সঙ্গে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, রেজিস্ট্রেশন নম্বর, প্রজেক্ট ওয়ার্ক প্রভৃতি লেখা থাকায় স্থানীয়দের বুঝতে ভুল হয়নি৷ ৫০ থেকে ৬০টি খাতা উদ্ধার করেন স্থানীয় ব্যবসায়ী বিধান মণ্ডল৷
এ ব্যাপারে নারকেলডাঙার মোমিন হাইস্কুলের প্রধান শিক্ষক শাহিদ আসলামের সঙ্গে যোগাযোগ করে সবটা জানালে তিনি স্বীকার করে নেন, খাতাগুলি তাঁদের স্কুলেরই উচ্চমাধ্যমিক প্রজেক্টের৷ তবে, গাফিলতির দায় নিতে চায়নি স্কুল কর্তৃপক্ষ৷ কাউন্সিলের উপরই চাপানো হয়েছে গোটা ঘটনার দায়৷ তবে, এবিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷