নয়াদিল্লি: শিক্ষক সাংসদ ও বিধায়কদের জন্য সুখবর। এবার থেকে তাঁরা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবেন বলে জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী সাংসদ বা বিধায়কের বেতনের পাশাপাশি পড়ানোর জন্য কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে তাঁরা বেতনও পাবেন।
শুধু তাই নয়, সংসদে বা বিধানসভায় অধিবেশনে যোগ দিলে সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তাঁদের উপস্থিত হিসেবে গণ্য করা হবে। জানা গিয়েছে, রাজ্যসভার একটি কমিটির তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। তাতে সম্মতি দেয় কেন্দ্র। ইউজিসির তরফে আরও জানানো হয়েছে, যাঁরা সাংসদ বা বিধায়ক পদে থাকার পাশাপাশি পড়ানোর কাজ চালিয়ে যেতে চান— তাঁদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কোনও প্রশাসনিক পদে নিয়োগ করা যাবে না।