এবার শিক্ষকদের ঘড়িতেও নিষেধাজ্ঞা পর্ষদের, জারি নয়া নির্দেশ

এবার শিক্ষকদের ঘড়িতেও নিষেধাজ্ঞা পর্ষদের, জারি নয়া নির্দেশ

07f218a5358c20b16033a873c0f10567

কলকাতা: মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ রুখতে এবার শিক্ষকদের বিরুদ্ধে কড়া বিধিনিষেধ চালাপ মাধ্য শিক্ষা পর্ষদ৷ মোবাইল ফোনের পর এবার নজিরবিহীন ভাবে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে শিক্ষকদের ঘড়ি ব্যবহারেও নজরদারি পর্ষদের৷ মোবাইল ফোনের পর এবার বিধিনিষিধের তালিকায় জুড়ল ঘড়ি৷

আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক৷ আগামীকাল মুখ্যসচিবের নেতৃত্বে নবান্নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাধ্যমিকের প্রস্তুতি সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা৷ তার আগে মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশিকা প্রকাশ করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষকরা পরীক্ষাকেন্দ্রে কোনও ভাবেই মোবাইল নিয়ে ঢুকতে পারবে না৷ একই সঙ্গে কোনও ভাবেই স্মার্ট ঘড়ি পরে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে না৷ স্মার্ট ঘড়ির পর এই প্রথম কোনও নিষেধাজ্ঞা চাপাল পর্ষদ৷

অতীতে দেখা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে৷ তাতে শিক্ষকদের ভূমিকাও বাইরে রাখা যায়নি৷ প্রশ্ন ফাঁসের অভিযোগ রুখতে ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে৷ এবার স্মার্ট ঘড়ির উপর জারি নয়া নিষেধাজ্ঞা৷ কোনও ভাবেই স্মার্ট ঘড়ি পরে পরীক্ষা কেন্দ্র ঢোকা যাবে না বলেও জানানো হয়েছে৷

এতদিন শিক্ষকরা তাঁদের ফোন স্কুলের প্রধান শিক্ষকের ঘরে জমা ডাকতে পারতেন৷ কিন্তু এখন থেকে সেই ব্যবস্থা উঠে গিয়েছে৷ এবার নতুন সংযোগ হল, মোবাইল ফোনের পর স্মার্ট ঘড়িতে নিষেধাজ্ঞা৷
নির্দেশিকা জারি করে শিক্ষকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অত্যন্ত কঠোরভাবে এই নির্দেশ পালন করতে হবে৷ প্রতিটা পরীক্ষার দিন শিক্ষকদের উপস্থিতি বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *