কলকাতা: আগামী এক মাসের মধ্যে কলেজে বিএ, বিএসসি এবং বিকম জেনারেলের প্র্যাক্টিক্যাল পরীক্ষা নেওয়ার সময় বেঁধে দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কিন্তু তা নিয়ে এবার ফাঁপরে পড়েছে একাধিক কলেজ। কারণ, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বহু কলেজেই নির্বাচনী বুথ হবে।
আবার কোথাও কেন্দ্রীয় বাহিনী থাকার আস্তানা। এই দুই মিলিয়ে এক মাসের মধ্যে কীভাবে পরীক্ষা নেওয়া যাবে, তা নিয়েই বেশ চিন্তিত কলেজ অধ্যক্ষরা। কেউ কেউ আবার বিশ্ববিদ্যালয়ের কাছে চিঠি দিয়ে সময় বাড়ানোর আবেদন করবেন বলে প্রাথমিকভাবে ঠিক করেছেন।
বিশ্ববিদ্যালয়ের তরফে দেওয়া চিঠিতে বলা হয়েছে, পার্ট টু বিএ, বিএসসি’র জেনারেলের পরীক্ষা ২৬ এপ্রিল থেকে ২৫ মে’র মধ্যে নিয়ে ফেলতে হবে। তবে ভোটের দিন এবং তার আগে ও পরের দিন কোনও পরীক্ষা ফেলা যাবে না। সময় এক মাস হলেও, এই নির্বাচনের জাঁতাকলে সময় কিছুটা কমে গিয়েছে। কিন্তু যেসব কলেজে কেন্দ্রীয় বাহিনী থাকবে, সেগুলি ভোটের অন্তত এক সপ্তাহ আগেই তাদের জিম্মায় চলে যাবে। ফলে সেই দিনগুলিতে কলেজ ছুটি থাকবে। এইভাবে আরও কিছুটা সময় কমে গেল।