স্কুলে হয় না পঠন-পাঠন, জনতার হাতে বন্দি প্রধান শিক্ষক

স্কুলে হয় না পঠন-পাঠন, জনতার হাতে বন্দি প্রধান শিক্ষক

ইংরেজবাজার:   শিক্ষকদের অনিয়মিত হাজিরা , নিয়মিত হয় না পঠন-পাঠন এবং মিড ডে মিলের কারচুপির বিস্তর অভিযোগ তুলে হরিশ্চন্দ্রপুরের একটি প্রাথমিক স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা গ্রাম পঞ্চায়েতের পেমাই প্রাথমিক বিদ্যালয়ে। প্রায় তিন ঘন্টার ওপর ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘরবন্দি করে রাখেন বিক্ষোভকারী গ্রামবাসীরা। পরে খবর পেয়ে এলাকায় পৌঁছয় সংশ্লিষ্ট থানার পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, এই স্কুলে নিয়মিত ক্লাস হয় না। শিক্ষকেরা দেরী করে স্কুলে আসেন। মিড ডে মিল অনিয়মিত ভাবে চলছে। এছাড়াও ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে টাকা তুলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কানাই চন্দ্র মন্ডল। ছাত্র-ছাত্রীদের ট্রান্সফারের ক্ষেত্রে তিনি অভিভাবকদের কাছ থেকে টাকা নিচ্ছেন বলে গ্রামবাসীরা অভিযোগ করছেন। এসব অভিযোগের ভিত্তিতে এদিন গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে প্রাথমিক বিদ্যালয়ে তালা মেরে বিক্ষোভ দেখান।

স্থানীয় গ্রামবাসী ক্ষিতীশ চন্দ্র মন্ডল, সুধাকর মণ্ডলদের বক্তব্য,  এই স্কুলে নিয়মিত ক্লাস হয় না। স্কুলের শিক্ষকেরা দেরি করে আসছেন । এছাড়াও ট্রানস্ফার ও ভর্তির ক্ষেত্রে ভারপ্রাপ্ত শিক্ষক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছেন। আজ মিড ডে মিলের ডিম হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি। এনিয়ে তারা বিডিও এবং প্রাথমিক শিক্ষা দপ্তরের অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোন কাজ হয় নি। তাই বাধ্য হয়ে এদিন এলাকাবাসীরা মিলে বিদ্যালয়ে তালা ঝুলিয়েছেন।

স্কুলের খুদে ছাত্র ছাত্রীদের বক্তব্য,  শিক্ষকরা বারোটার সময় স্কুল আসেন। প্রতিদিন ভালো করে ক্লাস হয় না। মিড ডে মিলের পুষ্টিকর খাবার দেওয়া হয় না। মিড ডে মিল রান্নাকারী এক মহিলা জানিয়েছেন, মাসে চার দিন ডিম হওয়ার কথা থাকলেও একদিন ডিম পাওয়া যায়। এব্যাপারে প্রধান শিক্ষককে অনেকবার বলা হয়েছে। কিন্তু তিনি কোন সদুত্তর দেন নি।

এ প্রসঙ্গে প্রধান শিক্ষক কানাই চন্দ্র মন্ডল বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে গ্রামবাসীরা। প্রতি সপ্তাহে একদিন করে ডিম খাওয়ানো হয়। ছাত্রভর্তি কিংবা ট্রান্সফারের ক্ষেত্রে কোন টাকা নেওয়া হচ্ছে না। সামনে সরস্বতী পূজা উপলক্ষে বিদ্যালয় পূজা হবে। এইজন্য বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের তাদের সামর্থ্য মত চাঁদার যাওয়ার কথা বলা হয়েছিল। অথচ কোনও কিছু না বুঝেই এদিন ভিত্তিহীন ভাবেই একাংশ মানুষ স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন।

এদিকে ওই স্কুলে তালা মেরে বিক্ষোভের ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুরো বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে চাচোল মহকুমার শিক্ষা দপ্তরের কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *