কলকাতা: করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব৷ করোনা আতঙ্কে আতঙ্কিত মানুষ৷ কবে এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে? কবে করোনা প্রতিরোধক করতে ওষুধ বাজারে আসবে? তা নিয়ে চিন্তিত গোটা দেশ৷ গোটা বিশ্ব৷ করোনা, লকডাউন কাটিয়ে কবে জনজীবন স্বাভাবিক হবে? তা নিয়ে উঠছে প্রশ্ন৷ পৃথিবীর এই কঠিন সময়ে নোবেল করোনা ভাইরাস প্রতিরোধ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবার অনলাইনে প্রশিক্ষণ আয়োজন করেছে৷
বিনা খরচে এই প্রশিক্ষণ নেওয়া যাবে৷ স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর বা পেশাগত কাজের সঙ্গে যুক্ত কিংবা অন্য কোনও পেশার সঙ্গে যুক্ত, যে কোনও বয়সের ছেলেমেয়েরা এই প্রশিক্ষণ নিতে পারবেন৷ বিভিন্ন ভাষায় এই প্রশিক্ষণ দেওয়া হবে৷ বাংলা, হিন্দি, ইংরেজি-সহ অন্য ভাষার মাধ্যমে এই প্রশিক্ষণ চলবে বলে জানিয়েছে৷
প্রশিক্ষণপর্বে বিভিন্ন ভিডিও ক্লিপিংস দেখানো হবে৷ এই প্রশিক্ষণ শেখানো হবে কীভাবে নোবেল করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া যায়? ভাইরাস মানব শরীরে কীভাবে প্রবেশ করে? কীভাবে মানুষ সুস্থ হয়ে যাবে পারে? ভাইরাসের উৎপত্তি ও গতিবিধি ভ্যাকসিন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে৷
চারটি মডিউলে হবে প্রশিক্ষণ৷ শিক্ষার্থীদের প্রতিটি মডিউলের ওপর জোর দেওয়া হবে৷ ৮০ শতাংশ নম্বর করতে পারলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে একটি শংসাপত্র দেওয়া হবে৷ যারা এই প্রশিক্ষণ নিতে আগ্রহী, তারা সরাসরি এনরোলমেন্ট করাতে পারেন ওয়েবসাইটে৷ আরো বিস্তারিত তথ্য পাবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব ওয়েবসাইটে https://openwho.org/courses/introduction-to-ncov