ফের ভাষা আন্দোলনে আগুনে জ্বলছে গোটা দক্ষিণ ভারত

তামিলনাড়ু: ফের ভাষা আন্দোলের ইঙ্গিত এবার দক্ষিণ ভারতে৷ জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে জোট বাধছে তামিলনাড়ু৷ মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর নয়া শিক্ষানীতির খসড়া পেশ করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল৷ তারপর থেকেই বিক্ষোভে ফুঁসছে গোটা তামিলনাড়ু৷ দক্ষিণ ভারত থেকে দাবি জানানো হয়েছে, কোনও ভাবেই হিন্দিকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা করা চলবে না৷

88b40fdbd00aec71f7cb98a8a755a54e

ফের ভাষা আন্দোলনে আগুনে জ্বলছে গোটা দক্ষিণ ভারত

তামিলনাড়ু: ফের ভাষা আন্দোলের ইঙ্গিত এবার দক্ষিণ ভারতে৷ জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে জোট বাধছে তামিলনাড়ু৷ মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর নয়া শিক্ষানীতির খসড়া পেশ করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল৷ তারপর থেকেই বিক্ষোভে ফুঁসছে গোটা তামিলনাড়ু৷

দক্ষিণ ভারত থেকে দাবি জানানো হয়েছে, কোনও ভাবেই হিন্দিকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা করা চলবে না৷  তামিলনাড়ুর স্কুলশিক্ষামন্ত্রীও সাফ জানিয়ে দিয়েছেন, কেন্দ্রের শিক্ষানীতি রাজ্যে প্রয়োগ করতে দেবন না তাঁরা৷ কানিমোঝিও জানিয়েছেন, তিনিও চান না, হিন্দি এখানে চাপানো হোক৷ তাঁরা হিন্দি ভাষার বিরোধী নন, তবে জোর করলে ভাষা যুদ্ধ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷

তামিলনাড়ুর অধিকাংশ মানুষ তাঁদের মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলেন না৷ প্রয়োজন বিশেষ ইংরেজি ও হিন্দি ব্যবহার করেন৷ এর আগে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগে স্বাধীনতার আগে থেকেই লড়াই শুরু করেন  তামিলদের একাংশ৷ ১৯৩৭সালে টানা চার বছর সেই আন্দোলন চলে৷ ১৯৬৫ সালে ফের ভাষা আন্দোলন শুরু হয়৷ সেই আন্দোলনে ৭০ জনের মৃত্যু হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *