দূরদর্শন নয়, শিক্ষা দপ্তরের ‘ভার্চুয়াল ক্লাস’ হবে বেসরকারি চ্যানেলে! উঠেছে প্রশ্ন

দূরদর্শন নয়, শিক্ষা দপ্তরের ‘ভার্চুয়াল ক্লাস’ হবে বেসরকারি চ্যানেলে! উঠেছে প্রশ্ন

 

কলকাতা: কলকাতা দূরদর্শনে ছাত্রছাত্রীদের জন্য প্রসাবিত 'ভার্চুয়াল ক্লাস' ক্লাস বাতিল করেছে রাজ্যের শিক্ষা দফতর। তবে, ইতিমধ্যেই একটি জনপ্রিয় বেসরকারি নিউজ চ্যানেলকে এই দায়িত্ব পেয়ে গিয়েছে। কেন সরকারি চ্যানেল হিসাবে পরিচিত দূরদর্শনকে পাওয়া গেল না, কেনই বা বেসরকারি ওই চ্যানেলকে বেছে নেওয়া হল? তা নিয়ে প্রশ্ন ওঠে গিয়েছে।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “আমরা বিভিন্ন মহল থেকে যে খবর পাচ্ছি, তার ভিত্তিতে মনে হচ্ছে ৪টে থেকে ৫টা পর্যন্ত আগামী ৭ এপ্রিল থেকে দূরদর্শনে ১ ঘণ্টার ক্লাস নেওয়ার কথা ছিল, তা লাভ জনক হচ্ছে না। অভিভাবকরা যে সময় চাইছেন, শিক্ষকরা যে সময় চাইছেন, তার সঙ্গে সামঞ্জস্য রাখা যাচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে দূরদর্শনে ৭ থেকে ১৩ তারিখ পর্যন্ত যে স্লট, তা স্থগিত রাখলাম। আমাদের নিজস্ব যে শিক্ষা পোর্টাল, অন্যান যে সিদ্ধান্ত নেওয়ার ছিল, তা বহাল থাকবে৷ অভিভাবক, ছাত্রসমাজ বড় কথা৷ এমন কোনও সিদ্ধান্ত নিতে হবে তা উপকারে আসবে৷’’

করোনার আবহে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ৷ স্তব্ধ বিভিন্ন পরীক্ষা৷ তিনটি বিষয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাকি থেকে গিয়েছে৷ এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একটি বড় ধাক্কার মুখে৷ এমন পরিস্থিতিতে রাজ্য সরকার টেলিভিশনের মাধ্যমে ক্লাসরুম চালু রাখতে চাইছে৷ শিক্ষা দফতর সূত্রে খবর, সমস্ত স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের বলা হয়েছে, টিভিতে ভার্চুয়াল ক্লাসরুমের ব্যাপারে ছাত্র ছাত্রীদের জানাতে৷ ছাত্র ছাত্রীরা যা অনুশীলন করবেন, পরে তা স্কুল খুললে শিক্ষক শিক্ষকাদের দেখিয়ে নিতে হবে৷ বেসরকারি ওই চ্যানেলে রাজ্য সরকারের ভার্চুয়াল ক্লাস নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞাপন দিতে শুরু করেছে শিক্ষা দপ্তর৷ বাংলার শিক্ষা পোর্টালেও ভিডিও-সহ ভার্চুয়াল ক্লাসের সূচিও প্রকাশ করা হয়েছে৷ (বিস্তারিত দেখুন- https://banglarshiksha.gov.in/Frontend/online_classroom)

কিন্তু, এর মাঝেও প্রশ্ন উঠেছে, বেসিরকারি চ্যানেলের মাধ্যমে কেন এই ক্লাস নেওয়া হচ্ছে? কেন দূরদর্শনকে ব্যবহার করা গেল না? কী শর্তে বেসরকারি চ্যানেল এই ক্লাস নিতে রাজি হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি শিক্ষা সেলের সদস্য সব্যসাচী ঘোষ৷ কলকাতা দূরদর্শনেকে অবশ্য বিষয়টি নিয়ে মন্তব্য করতে শোনা যায়নি৷ সূত্রের খবর, রাজ্য সরকারের বিষয় বলে দূরদর্শন বিশেষ ভাবছে না৷ যদিও ওই বেসরকারি চ্যানেলের তরফে আজ রাতে জানানো হয়েছে, রাজ্য সরকারকে তারা অনুষ্ঠানের সময় বিক্রি করেনি৷ সামাজিক দায় থেকেই এই সিদ্ধান্ত৷ কোনও বাণিজ্যিক চুক্তি ছাড়াই শিক্ষা দপ্তরের ভার্চুয়াল ক্লাস সম্প্রচারিত করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *