নেওয়া যাবে না পরীক্ষা, রাজ্যের পক্ষে অনড় উপাচার্য পরিষদ, ক্ষুব্ধ রাজ্যপাল!

নেওয়া যাবে না পরীক্ষা, রাজ্যের পক্ষে অনড় উপাচার্য পরিষদ, ক্ষুব্ধ রাজ্যপাল!

 

কলকাতা: মানা হবে না ইউজিসির সংশোধিত নির্দেশিকা৷ জুনে রাজ্য সরকারের দেওয়া অ্যাডভাইসরি অনুযায়ী কলেজ-বিশ্ববিদ্যালয়ে হবে মূল্যায়ন৷ কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে পশ্চিমবঙ্গ উপাচার্য পরিষদ৷ আলোচনার নির্যাস উপাচার্যরা লিখিতভাবে ইউজিসি’র কাছে পাঠানো হবে বলেও নেওয়া হয়েছে সিন্ধান্ত৷ অন্যদিকে, পরীক্ষা জট কাটাতে রাজ্যপালের ডাকা শিক্ষা সচিব ও বেশ কিছু উপাচার্য গরহাজিরা থাকা প্রসঙ্গেও টুইটে গুরুতর অভিযোগ তুলেছে ধনকর৷

রাজভবন সূত্রে খবর, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা জট কাটাতে গতকাল অনলাইনে বৈঠক করেন রাজ্যপাল৷ সূত্রের খবর, সেই বৈঠকে শিক্ষা সচিব ও বেশ কিছু উপাচার্য গরহাজির ছিলেন৷ এই প্রসঙ্গে আজ রাজ্যপাল নাম না করে টুইট করে অভিযোগ করেছেন, ‘‘আইএএস এবং আইপিএসদের অবশ্যই সার্ভিস রুল মেনে চলতে হবে৷ তাতে স্পষ্ট বলা আছে, রাজনৈতিক নিরপেক্ষতা দায়িত্ব ও স্বচ্ছতা মেনে চলতে হবে৷ সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধকে মেনে চলতে হবে৷’’

অন্যদিকে, রাজ্যের পক্ষে দাঁড়িয়ে উপাচার্য পরিষদের সম্পাদক তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য সংবাদামাধ্যমে জানিয়েছেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মূল্যায়ন প্রক্রিয়া প্রায় শেষ৷ এই মুহূর্তে নতুন করে পরীক্ষা নেওয়ার পরিস্থিতি নেই৷ সেকথাও ইউজিসিকে সাফ জানিয়ে দেওয়া হবে৷

উপাচার্য পরিষদের পাশাপাশি অন্য অধ্যাপকদের মঞ্চের তরফেও ইউজিসি’র সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়েছে৷ ওয়াকিবহাল মহলের অভিমত, ইউজিসির নির্দেশি জারি হওয়ার আগে যে সমস্ত রাজ্য পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেছে, সেই সমস্ত পরীক্ষা গ্রহণের নীতি বিবেচনা করতে পারে ইউজিসি৷ অনেকেই মনে করছেন, ভিনদেশে ডিগ্রি ও শংসাপত্রের গুরুত্ব বজায় রাখতে আগের মতো পরিবর্তন করে পরীক্ষা গ্রহণের পথে হাঁটতে চাইছে ইউজিসি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − thirteen =