শিক্ষক বিদ্রোহ রুখতে হাতিয়ার এবার শিক্ষক দিবস, মিলবে সুখবর?

কলকাতা: শিক্ষক বিদ্রোহ রুখতে এবার শিক্ষক দিবসকে হাতিয়ার করতে চলেছে রাজ্য সরকার৷ আগামী ৫ সেপ্টেম্বর সরকারি অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১০ হাজার শিক্ষকের জমায়েত করার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে৷ ওই বৈঠক থেকে সেরা বিদ্যালয় ও শিক্ষা রত্ন পুরস্কার দেওয়ার পাশাপাশি শিক্ষক সমস্যা সমাধানে বেশ কিছু দাবি-দাওয়া নিয়েও আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী৷ জানা গিয়েছে, ২০২১ সালের নির্বাচনকে

শিক্ষক বিদ্রোহ রুখতে হাতিয়ার এবার শিক্ষক দিবস, মিলবে সুখবর?

কলকাতা: শিক্ষক বিদ্রোহ রুখতে এবার শিক্ষক দিবসকে হাতিয়ার করতে চলেছে রাজ্য সরকার৷ আগামী ৫ সেপ্টেম্বর সরকারি অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১০ হাজার শিক্ষকের জমায়েত করার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে৷ ওই বৈঠক থেকে সেরা বিদ্যালয় ও শিক্ষা রত্ন পুরস্কার দেওয়ার পাশাপাশি শিক্ষক সমস্যা সমাধানে বেশ কিছু দাবি-দাওয়া নিয়েও আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী৷

জানা গিয়েছে, ২০২১ সালের নির্বাচনকে মাথায় রেখে এবার শিক্ষকদের আরও কাছে টানার প্রক্রিয়া শুরু করতে চলেছে সরকার৷ সেই লক্ষ্য পূরণে এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্তত ১০ হাজার স্কুল-কলেজের শিক্ষক অধ্যাপকদের নিয়ে প্রায় জামায়াতের পরিকল্পনা নেয়া হয়েছে৷ জামায়াতের পিছনে মূলত শাসকদলের শিক্ষক সংগঠনের দায়িত্ব দেওয়া হলেও সরকারি অনুষ্ঠান ঘিরে নানা কৌতূহল তৈরি হয়েছে৷

অনেকেই মনে করছেন, ওই দিন শিক্ষকদের কাছে টানতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী৷ কারণ প্রতিবছর শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাজির থাকেন৷ এবারও তার ব্যতিক্রম হবে না৷ শিক্ষকদের আসা, এদিনের মঞ্চ থেকেই শিক্ষকদের কিছু দাবি-দাওয়া নিয়ে সরব হতে পারেন তিনি৷ এমনকী, শিক্ষক সমস্যা মেটাতে বেশ কিছু পদক্ষেপ নেয়া হতে পারে৷ স্কুলের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের সমস্যার কথা শুনতে পারেন মুখ্যমন্ত্রী৷ তবে, শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, এখন সেদিকে দিকেই অপেক্ষা করে রয়েছে কয়েক হাজার শিক্ষক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *