কলকাতা: পথনিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কবিতা এবার রাজ্যের স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে৷ আগামী শিক্ষাবর্ষ থেকে মমতার লেখা কবিতা পড়ানো হবে স্কুলে৷ স্কুল শিক্ষা দপ্তরের জারি এই সিদ্ধান্তের বিরোধিতায় এবার মাঠে নামলেন হবু শিক্ষকদের একাংশ৷ পঠন-পাঠনের আড়ালে সুকৌশলে ‘দলতন্ত্রে’র বীজ রোপণ করার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর লেখা কবিতা ‘বয়কটে’রও ডাক দিয়েছেন হবু শিক্ষকদের একাংশ৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রথম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত মুখ্যমন্ত্রীর লেখা কবিতা পড়ানো হবে বলে চলতি সপ্তাহে সংবাদমাধ্যমে প্রকাশ্যে এসেছে এই খবর৷ শিক্ষা দপ্তরের নয়া সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন চাকরিপ্রার্থী ও শিক্ষক সমাজের একাংশের৷ কবিতা বয়কটের ডাক দিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেকেই৷
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ ssc চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতির প্রশ্ন, ‘‘আজ স্কুলপাঠ্যে তৃণমূল নেত্রীর কবিতার অনুপ্রবেশ নিয়ে কেন চুপ বাংলা? আজ তাঁদের প্রতিবাদ কোথায় গেল? তাঁদের কাছে আমার প্রশ্ন, এতে স্কুলে রাজনীতি ঢুকছে না? Safe Drive Save Life- প্রকল্পের উদ্দেশ্য ভাল হলেও স্কুলের পাঠ্যবইতে নেত্রীর কবিতা সংযোজনের মাধ্যমে নাবালক ছাত্রছাত্রীদের মধ্যে সুকৌশলে দলীয় প্রভাব ফেলা হচ্ছে না?’’ স্কুল পাঠ্যে মুখ্যমন্ত্রীর কবিতার অন্তর্ভুক্ত হওয়ার প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই ‘বয়কটে’রও ডাক দিয়েছেন বহু শিক্ষকদের একাংশ৷
এদিন তিনি আরও বলেন, ‘‘স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই৷ অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে৷ নবম-দশমে নিয়োগ ১০০ দিন পে়ড়িয়ে গেলেও নিয়োগপত্র অমিল৷ চার বছর আপার প্রাইমারিতে নিয়োগ নেই৷ প্রতি সপ্তাহে কমিশনে আন্দোলন হচ্ছে, সেদিকে নজর নেই৷ উনি স্কুলের পাঠ্যবইতে রাজনীতি প্রবেশের ট্রেলার দিচ্ছেন৷ এমন সময় আসবে, দলীয় চিহ্নকে সম্মান না জানালে, স্কুলে সরকারি সুবিধা মিলবে না৷ এটা অপসংস্কৃতি৷ বন্ধ হওয়া জরুরি৷’’
var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);
শিক্ষাবিদদের একাংশের মতে, পড়ুয়াদের পথনিরাপত্তা সংক্রান্ত সচেতনতার জন্য পাঠ্যসূচিতে অবশ্যই সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের অন্তর্ভুক্তি করানো যেত৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর লেখা কবিতা কেন? তাতে কী সচেতনতা আরও বাড়বে? নাকি স্কুল পাঠ্যে শাসকদলের নিয়ন্ত্রণ টানার চেষ্টা? প্রশ্ন শিক্ষাবিদদের একাংশের৷
শিক্ষা দপ্তরের সূত্রে জানা গিয়েছে, সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের প্রতিষ্ঠাতা মুখ্যমন্ত্রী৷ তাই তাঁর কবিতা স্কুলপাঠ্যে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ প্রথম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হবে মুখ্যমন্ত্রীর লেখা কবিতা৷ বিকাশ ভবন সূত্রে খবর, স্বাস্থ্য ও শারীরশিক্ষায় কোন ক্লাসে কী পড়ানো হবে তা নিয়ে স্পষ্ট কোনও নির্দেশিকা ছিল না৷ মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের জন্য একটি বই তৈরি করেছে৷ নতুন বছরে বইটি কলকাতা-সহ সব জেলায় পাঠানো হবে৷ সেই বইতে মুখ্যমন্ত্রীর কবিতা আবৃত্তি শেখানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ ১৭৬ পাতার এই বইটি লেখা হয়েছে শুধুমাত্র শিক্ষক-শিক্ষিকাদের জন্য৷ মুখ্যমন্ত্রীর কবিতাটি আছে ১৩৬ পাতায়৷ ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের মমতার কবিতা আবৃত্তি শেখানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ মমতার কথা ও সুরে আছে কন্যাশ্রী প্রকল্পের থিম সংগীতও স্কুল পাঠ্যে রেখেছে মধ্যশিক্ষা পর্ষদ৷ প্রশিক্ষণ পুস্তিকার মুখবন্ধে পর্ষদের সভাপতি কল্যামণয় গঙ্গোপাধ্যায় স্কুলশিক্ষা দপ্তরের সিদ্ধান্তকে দেশের মধ্যে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন৷