স্কুল খোলার দাবিতে শিক্ষামন্ত্রীর জবাব চাইল শিক্ষক সংগঠন

কলকাতা: টানা ৫৯ দিনের ছুটির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিতে জেলায় জেলায় বিদ্যালয় দর্শক দপ্তরে বিক্ষোভ কর্মসূচি মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির৷ কোচবিহার, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, নদীয়া, পশ্চিম মেদিনীপুরের ডিআইকে ডেপুটেশন দেওয়া হয়৷ মাধ্যমিক শিক্ষকও শিক্ষাকর্মী সমিতি দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে জেলার ডিআই অনিন্দ্য কুমার চট্টোপাধ্যায়ের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে ছুটির সার্কুলার বাতিলের দাবিতে ডেপুটেশন

স্কুল খোলার দাবিতে শিক্ষামন্ত্রীর জবাব চাইল শিক্ষক সংগঠন

কলকাতা: টানা ৫৯ দিনের ছুটির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিতে জেলায় জেলায় বিদ্যালয় দর্শক দপ্তরে বিক্ষোভ কর্মসূচি মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির৷ কোচবিহার, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, নদীয়া, পশ্চিম মেদিনীপুরের ডিআইকে ডেপুটেশন দেওয়া হয়৷

মাধ্যমিক শিক্ষকও শিক্ষাকর্মী সমিতি দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে জেলার ডিআই অনিন্দ্য কুমার চট্টোপাধ্যায়ের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে ছুটির সার্কুলার বাতিলের দাবিতে ডেপুটেশন দেওয়া হয়৷ শিক্ষকদের তরফে স্কুল খোলার দাবি ওঠায় ধন্যবাদ জানান ডিআই৷ অবিলম্বে স্কুল খোলার দাবি শিক্ষা দপ্তরের গুরুত্ব দিয়ে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি৷

স্কুল খোলার দাবিতে শিক্ষামন্ত্রীর জবাব চাইল শিক্ষক সংগঠনএদিনের এই কর্মসূচি প্রসঙ্গে জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, ‘‘আমরা আজ জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে শিক্ষা মন্ত্রীকে ছুটি প্রত্যাহারের দাবিতে ডেপুটেশন দিলাম। শিক্ষায় বেসরকারিকরণ করার চক্রান্ত ও বিশেষ করে শিক্ষার্থীদের বঞ্চিত করার যে চক্রান্ত চলছে, তা অবিলম্বে প্রত্যাহার করে স্কুল খোলার দাবি তুলছি আমরা৷ যদি কোন পদক্ষেপ না গ্রহণ করে আমরা ভবিষ্যতে ছাত্র-শিক্ষক-অবিভাবকের নিয়ে বৃহত্তম আন্দোলনে যাব৷’’ এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি পঞ্চানন ময়রা, জেলা সম্পাদক অনিমেষ হালদার সমিতির বার্তা সহ সম্পাদক কানাইলাল দাস, জেলা সহ সম্পাদক বামদেন হালদার, মহকুমা সম্পাদক পুলক বসু ও ঝন্টু মাইতি প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =