রাজ্যের নয়া নির্দেশে বিপাকে বহু স্কুল, টাকা নয়-ছয়ের আশঙ্কা

কলকাতা: রাজ্য সরকার পোষিত স্কুলগুলির পড়ুয়াদের পোশাক দেওয়ার জন্য সরকারের থেকে টাকা দেওয়া হয়৷ সেই টাকায় পোশাক কিনে ছাত্রদের দেওয়া কথা বলা হলেও পোশাক বিতরণ করা নিয়ে সমস্যায় পড়েছেন প্রধান শিক্ষক থেকে ম্যানেজিং কমিটির সদস্যরা৷ সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, পড়ুয়াদের পোশাক কিনতে হবে স্বনির্ভর মহিলাদের মহিলা পরিচালিত সংস্থার থেকে৷ আর সরকারের এই উদ্যোগে চূড়ান্ত সমস্যায়

রাজ্যের নয়া নির্দেশে বিপাকে বহু স্কুল, টাকা নয়-ছয়ের আশঙ্কা

কলকাতা: রাজ্য সরকার পোষিত স্কুলগুলির পড়ুয়াদের পোশাক দেওয়ার জন্য সরকারের থেকে টাকা দেওয়া হয়৷ সেই টাকায় পোশাক কিনে ছাত্রদের দেওয়া কথা বলা হলেও পোশাক বিতরণ করা নিয়ে সমস্যায় পড়েছেন প্রধান শিক্ষক থেকে ম্যানেজিং কমিটির সদস্যরা৷ সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, পড়ুয়াদের পোশাক কিনতে হবে স্বনির্ভর মহিলাদের মহিলা পরিচালিত সংস্থার থেকে৷ আর সরকারের এই উদ্যোগে চূড়ান্ত সমস্যায় পড়েছেন বহু স্কুল কর্তৃপক্ষ৷

কেননা, পোশাক তৈরি করে এমন স্বনির্ভর সংস্থা হাতে গোনা৷ ফলে, বেশিরভাগ স্কুল কর্তৃপক্ষ এখন হন্যে হয়ে ঘুরছে স্বনির্ভর সংস্থার খোঁজে৷ গ্রাম বাংলায় স্বনির্ভর সংস্থা থাকলেও তাদের সিংহভাগ পোশাক তৈরি করেন না৷ ফলে, স্বনির্ভর সংস্থা থেকে পোশাক কিনতে পারছে না স্কুল কর্তৃপক্ষ৷ টাকা পড়ে থাকলেও তা ব্যবহার করা যাচ্ছে৷ নতুন পোশাক না পেয়ে সমস্যায় পড়ছে পড়ুয়ারাও৷

বোলপুর বানুড়িয়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, সরকারের থেকে টাকা চলে এসেছে৷ কিন্তু, স্বনির্ভর দলের এক নেত্রীকে ডাকা হলেও  তিনি জানিয়েছেন তাঁরা নিজেরা পোশাক তৈরি করেন না৷ ফলে, দোকান থেকে কিনে সরবরাহ করা হচ্ছে৷ ফলে, পোশাকের মান ভালো হচ্ছে না৷ পড়ুয়াদের তরফ থেকে অভিযোগ আসছে পোশাক নিয়ে৷ প্রায় দেড় লক্ষ টাকা এলেও পোশাক এখনও দেওয়া যায়নি৷

বোলপুরের তারাশঙ্কর হাই স্কুলের প্রধান শিক্ষকের অভিযোগ, এই সমস্যা গ্রাম-অঞ্চলে প্রকট হচ্ছে৷ পোশাকের টাকা ছাত্রদের হাতে বিলিও করা যাচ্ছে না৷ গ্রামঅঞ্চলে স্বনির্ভর দলের পোশাক তৈরি না করায় তৈরি হয়েছে সমস্যা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 4 =