কলকাতা: কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের জন্য স্বাস্থ্য প্রকল্পের ঘোষণা বছর খানেক আগেই করেছিল রাজ্য সরকার। কিন্তু তারপর তা কার্যকর করা যায়নি। কিন্তু এবার সেই প্রকল্প চালু করার পথে তারা। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নামে এই প্রকল্পের একটি পোর্টাল তৈরি করা হয়েছে। তাতে কীভাবে অধ্যাপকরা নাম নথিভুক্ত করবেন, তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তারজন্য প্রতিটি কলেজের অধ্যক্ষ এবং একজন করে শিক্ষক-শিক্ষাকর্মীকে প্রশিক্ষণ শিবিরে হাজির থাকার নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। আগামী ৩ থেকে ১০ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে এই প্রশিক্ষণ শিবির হবে। প্রতিদিন দু’টি অর্ধে ৪২টি করে কলেজকে ডাকা হয়েছে। শেষদিন ২০টি বিশ্ববিদ্যালয়ের ডাক পড়েছে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, এই প্রশিক্ষণ দেওয়ার পরই পোর্টাল চালু করে দেওয়া হবে।
অধ্যাপকদের জন্য বিশেষ প্রকল্প চালু করল রাজ্য
কলকাতা: কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের জন্য স্বাস্থ্য প্রকল্পের ঘোষণা বছর খানেক আগেই করেছিল রাজ্য সরকার। কিন্তু তারপর তা কার্যকর করা যায়নি। কিন্তু এবার সেই প্রকল্প চালু করার পথে তারা। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নামে এই প্রকল্পের একটি পোর্টাল তৈরি করা হয়েছে। তাতে কীভাবে অধ্যাপকরা নাম নথিভুক্ত করবেন, তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তারজন্য প্রতিটি কলেজের অধ্যক্ষ এবং