কলকাতা: সংখ্যালঘু পড়ুয়াদের জন্য আর্থিক সহায়তা করতে চলেছে রাজ্য সরকার৷ রাজ্যের এই সুবিধা পেতে ‘ঐক্যশ্রী’ প্রকল্পের জন্য প্রায় সাড়ে ৪৬ লক্ষ আবেদন জমা পড়েছে বলে খবর৷ চলতি আর্থিক বছর থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া৷ প্রায় ৬০০ কোটি টাকার খরচ হবে ‘ঐক্যশ্রী’ প্রকল্পে৷
মূলত সংখ্যালঘু মেধাবী ও দুঃস্থ পড়ুয়াদের মধ্যে শিক্ষার হার বাড়েতে সরকার তাঁদের সহায়তা করবে৷ রাজ্য সরকারের প্রকল্পে ৪৬ লক্ষ আবেদন জমা পড়লেও উল্টো ছবি ধরা দিয়েছে কেন্দ্রে৷ কেন্দ্রের এই ধরনের বিশেষ স্কলারশিপেশেষ দুটি অর্থবর্ষে বিভিন্ন কারণ দেখিয়ে রাজ্যের প্রায় ৪৪ লক্ষ সংখ্যালঘু পড়ুয়ার আবেদনপত্র খারিজ হয়ে গিয়েছে৷ তাতে ক্ষোভ তৈরি হয়েছে একাংশের মধ্যে৷
মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার এককভাবে সংখ্যালঘু পড়ুয়াদের পাশে দাঁড়াতে ‘ঐক্যশ্রী’ প্রকল্প চালু করে৷ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের গোটা প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে৷ তিনটি পর্যায়ে সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপ চালু করেছে রাজ্য৷ প্রথম থেকে দ্বাদশ শ্রেণি, একাদশ থেকে উচ্চশিক্ষা ও কারিগরি তথা দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের জন্য রাজ্য সরকার অর্থ সহায়তা করে থাকে৷
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের তরফে জানা গিয়েছে, ২০১৯-২০২০ অর্থবর্ষে ৪৬ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে৷ সেই আবেদনপত্র খতিয়ে দেখার কাজ চলছে৷ যোগ্য পড়ুয়াদের স্কলারশিপ দেওয়া কাজ শুরু হয়েছে বলে খবর৷ পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা সরাসরি ঐক্যশ্রীর স্কলারশিপের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার৷