কলকাতা: খুদে পড়ুয়াদের ছোট থেকেই ইংরেজিতে পারদর্শী করে তুলতে উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার৷ উদ্দেশ্য সাধারণ পরিবারের ছেলে মেয়েরাও যেন ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার সুযোগ পায়৷ কিন্তু বেসরকারি স্কুলগুলির থেকে অনেক কম খরচে৷ এবার এই তালিকায় যুক্ত হল বারাসাতের সৌমিত্রমোহন প্যারীচরণ সরকার সরকারি স্কুল৷ ২০২০ শিক্ষাবর্ষ থেকে স্কুলের প্রাক প্রাথমিক স্তরে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যমেও পঠন পাঠনের অনুমোদন পেল বারাসাতের এই স্কুলটি৷
শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত ৬ তারিখ স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার প্রধান শিক্ষককে চিঠি পাঠিয়ে অনুমোদনের বিষয়টি জানান৷ এরপরই স্কুলের তরফেও তোড়জোড় শুরু হয়েছে৷স্কুল ক্যাম্পাসে আগামী ১২ থেকে তারিখ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়ার হবে৷ লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে এই স্কুলে৷ আগামী ২০ ডিসেম্বর লটারি হবে৷ এরপর ২১ ও ২২ডিসেম্বর চলবে ভর্তি প্রক্রিয়া৷
স্কুলে ইংরেজি মাধ্যমে পঠন পাঠনের বিষয়ে জানানোর জন্য এলাকায় মাইকিংয়ের পাশাপাশি কেবল টিভির মাধ্যমে প্রচারের কথাও ভাবা হয়েছে৷ সরকারি নির্দেশমতো স্কুল কর্তৃপক্ষ রবিবার থেকে আগামী ১৭ তারিখ পর্যন্ত এলাকায় বিশেষ প্রচার চালাবে৷
সাধারণ পরিবারগুলিতেও ছেলেমেয়েদের পড়ানোর জন্য ইংরেজি মাধ্যম স্কুলের দিকেই ঝোঁক বাড়ছে৷ কিন্তু বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে পড়াশোনার খরচ সাধ্যের বাইরে হাওয়ায় হতাশ হচ্ছেন৷ এই সমস্যার সমাধানে এগিয়ে আসে রাজ্য সরকার৷ কম খরচায় সরকারি স্কুলগুলোতে ইংরেজি মাধ্যমে পঠন-পাঠন শুরু করার উদ্যোগ নেয় রাজ্য শিক্ষা দপ্তর৷
এই উদ্যোগকে বাস্তবায়িত করতে ২০১৮ সালে রাজ্যের ১০০টি স্কুলকে চিহ্ণিত করা হয়৷ প্রাক প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্কুল পর্যন্ত ইংরেজি মাধ্যম পাঠক্রম রাখার কথা চিন্তা ভাবনা করে সরকার৷ওই স্কুলগুলিতে পড়ুয়াদের ভিড় দেখে পরবর্তীকালে করে আরও এক হাজার স্কুলে ইংরেজি মাধ্যম চালু করার চিন্তাভাবনা শুরু করে স্কুলশিক্ষা দপ্তর৷