আরও বাড়ল স্কুল বন্ধের মেয়াদ, স্কুলে হবে কোয়ারেন্টাইন সেন্টার: মুখ্যমন্ত্রী

আরও বাড়ল স্কুল বন্ধের মেয়াদ, স্কুলে হবে কোয়ারেন্টাইন সেন্টার: মুখ্যমন্ত্রী

কলকাতা: আরও বাড়ছে স্কুল বন্ধের মেয়াদ৷ করোনা পরিস্থিতি মোকাবিলায় এবার স্কুলগুলিকে কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে গড়ে তোলা হবে৷ করোনা প্রভাবিত ৫ রাজ্য থেকে আসা নাগরিকদের স্কুলে রেখে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ আর সেই কারণে স্কুল ছুটির মেয়াদ আরও বাড়ানোর ঘোষণা করেছেন শিক্ষা মন্ত্রী৷

কীভাবে স্কুল খুলবে? করোনা পরিস্থিতি সামলে পরবর্তী শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক করতে আজ উচ্চ পর্যায়ে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷  বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত বাংলা সমস্ত স্কুল বন্ধ থাকবে৷ পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ ৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকলেও উচ্চ মাধ্যমিকেও বাড়তি সতর্কতা রয়েছে শিক্ষা দফতর৷ ৪৬২টি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বদল করার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ স্কুল বন্ধ থাকলেও কলেজ ও বিশ্ববিদ্যালয় কবে খুলবে? সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ভিন রাজ্য থেকে যে সমস্ত শ্রমিকরা বাংলায় আসবেন, তাদের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হবে৷ আর সেই কারণে রাজ্যের স্কুলগুলিকে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সেখানে তাঁদের ১৪ দিন রাখা হবে তাঁদের৷ খাওয়ার ব্যবস্থা করা হবে৷ প্রয়োজনে বাড়ির লোক এসে খাবার দিয়ে যেতে পারবেন বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১০ জুন স্কুল খোলার কথা থাকলেও তা আমরা করতে পারছি না৷ কারণ, বহু রাজ্য থেকে লক্ষ লক্ষ লোক পাঠানো হচ্ছে৷ তাঁদের রাখার ব্যবস্থা করতে স্কুলগুলি নেওয়া হচ্ছে৷ ৩০ জুন পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে৷ ঝড়ের তাণ্ডবে কত স্কুলবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পরিসংখ্যান দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ জানিয়েছেন, রাজ্যে ১ লক্ষ ১০ হাজার স্কুল ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷

করোনা সংক্রমণ শুরু হতেই রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়৷ প্রথম দফায় ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় স্কুল-কলেজ৷  এর পরে পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ায় ১৫ এপ্রিল পর্যন্ত স্কুল ছুটির ঘোষণা করা হয়৷ তৃতীয় দফায় ১০ জুন পর্যন্ত বন্ধ রাখার কথা থাকলেও চতুর্থ দফায় সেই সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *