কলকাতা: বই দিবস পালন করে স্কুলের পড়ুয়াদের পুস্তক বিলি করা হয়। কিন্তু তাতেও সবাই বই পায় না। জেলায় এমন নজির রয়েছে। এবার খাস কলকাতার একাধিক প্রাথমিক স্কুলের পড়ুয়ারা বই পায়নি। ফলে ব্যাহত হচ্ছে পঠনপাঠন।
কাজ চালানোর জন্য কিছু জায়গায় পুরনো বইতে, কোথাও এক ক্লাস থেকে পাশ করে যাওয়া পড়ুয়াদের থেকে বই ধার করে পড়ানো হচ্ছে। শিক্ষকরা বলেন, আগামী মাসেই প্রথম সামেটিভ পরীক্ষা। বই ছাড়া কী প্রস্তুতি নেবে খুদে পড়ুয়ারা, তা নিয়েই সংশয় তৈরি হয়েছে। কী কী বই অমিল? মূলত দ্বিতীয় শ্রেণীর আমার বই, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ইংরেজির উইংস বই পৌঁছয়নি বহু স্কুলেই।
এছাড়াও রয়েছে স্বাস্থ্য ও শারীরশিক্ষার বই। বিভিন্ন সার্কেল সূত্রে জানা গিয়েছে, ট্যাংরা অঞ্চলের একটি স্কুলে দ্বিতীয় শ্রেণীর আমার বই পায়নি ৮৫ জন পড়ুয়া। ওই স্কুলেরই তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে শারীরশিক্ষায় ১০৮ জন এবং গণিতে ৯৬ জন এই বই পায়নি। এককথায় বলতে গেলে, গোটা ক্লাসের কেউই এই বই পায়নি।